ভারত-শ্রীলঙ্কা টি২০ যুদ্ধে ছক্কা ও চারের বন্যা এসেছে কাদের ব্যাট থেকে? কী বলছে পরিসংখ্যান

বিরাট কোহলি ও রোহিত শর্মাহীন ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে টি২০ সিরিজ খেলতে নামবে। শিখর ধাওয়ান নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেদিকে তাকিয়ে থাকবেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দুই দলের মুথোমুখি সমরে সবচেয়ে বেশি ছক্কা ও চার এসেছে কোন কোন ক্রিকেটারের ব্যাট থেকে, তা দেখে নেওয়া যাক।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা

টি২০ ফর্ম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি সময়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ১৫টি ২০ ওভারের ম্যাচ খেলা হিটম্যান ১৪টি ছক্কা হাঁকিয়েছেন। দুই দলের প্রেক্ষিতে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় সহ-অধিনায়ক। তালিকার তৃতীয় স্থানে তথা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯টি টি২০ ম্যাচ খেলে ১১টি ছক্কা হাঁকিয়েছেন।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি ছক্কা

টি২০ ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার জার্সিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কুশল পেরেরা। যিনি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৯টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন। ১৪টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। দুই দলের নিরিখে টি২০-তে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কুশলই।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে সবচেয়ে বেশি চার

টি২০ ফর্ম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি সমরে ভারতের হয়ে সবচেয়ে বেশি চার হাঁকিয়েছেন বিরাট কোহলি। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে সাতটি টি২০ ম্যাচ খেলা বিরাট কোহলি ৩৩টি চার মেরেছেন। দুই দলের প্রেক্ষিতে ভারত অধিনায়কের ব্যাট থেকেই এসেছে সবচেয়ে বেশি চার। ভারতীয়দের মধ্যে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০-তে ২৯টি চার হাঁকিয়েছেন।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি চার

টি২০ ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি চার হাঁকিয়েছেন কুমার সাঙ্গাকারা। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চারটি ২০ ওভারের ম্যাচ খেলে ২৭টি চার মেরেছেন কিংবদন্তি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিলকরত্নে দিলসান। যিনি ভারতের বিরুদ্ধে ৯টি টি২০ ম্যাচ খেলে ২৩টি চার মেরেছেন।

More TEAM INDIA News  

Read more about:
English summary
India vs Sri Lanka : Cricketers who hit most sixes and fours in T20 international
Story first published: Sunday, July 4, 2021, 20:14 [IST]