করোনা মুক্তদের জন্য ডেলটা ঠেকাতে কোভিশিল্ডের একটা ডোজই যথেষ্ট! আইসিএমআরের গবেষণাতে চাঞ্চল্যকর তথ্য

করোনা থেকে যাঁরা সেরে উঠেছেন, তাঁদের জন্য ডেলটা ভ্যারিয়েন্ট ঠেকাতে কোভিশিল্ডের একটা ডোজই যথেষ্ট। আইসিএমআরের এক সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষকরা দেখেছেন অন্যান্যদের তুলনায় যাঁদের একবার করোনা হয়ে গিয়েছে, তাঁদের ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে সুরক্ষা পাওয়া অপেক্ষাকৃত সহজ আইসিএমআরের ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট আটকানোর ক্ষেত্রে হিউমোরাল ও সিমিলার ইমিউন রেসপন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর একবার করোনা আক্রান্ত হওয়া রোগীরা কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করলে সেই দুই রেসপন্সই পাওয়া যায়।

এই গবেষণার ক্ষেত্রে তিন ধরনের মানুষকে নিয়ে পরীক্ষা করা হয়েছে।

এক, যাঁরা কখনও করোনা আক্রান্ত হননি কিন্তু কোভিশিল্ডের একটি বা দুটি ডোজ নিয়েছেন।

দুই, যাঁরা একবার করোনা আক্রান্ত হয়েছেন ও কোভিশিল্ডের একটি বা দুটি ডোজ নিয়েছেন।

তিন, যাঁদের ভ্যাকসিনের একটি বা দুটি ডোজ নেওয়ার পরও করোনা সংক্রমণ হয়েছে। সেখানেই দেখা গিয়েছে আক্রান্ত হওয়ার পর যেহেতু অ্যান্টিবডি কাউন্ট বেশি থাকে, তাই তাঁদের কোভিশিল্ডের ডোজ নিলে তা বেশি কার্যকরী হয়।

উল্লেখ্য, ভারত সহ গোটা বিশ্বই এখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়ে কাঁপছে। ভারত সহ বিশ্বের ৪১টি দেশে মিলেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। ইউরোপের একাধিক দেশ।

আমেরিকা, ব্রিটেনেও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ মিলেছে। ভারতে এখনও পর্যন্ত ১১টি রাজ্যে ডেল্টা ভ্যারিসেন্টের সন্ধান পাওয়া গিয়েছে। ৬ রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি আতঙ্ক বাড়িয়েছে।

আর এরই মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আরেক ভয়ের কথা শোনালেন গবেষকরা। তাঁরা পর্যবেক্ষণ করে দেখেছেন করোনার সবচেয়ে ভয়ঙ্কর ভ্যারিয়েন্টের উপসর্গ কিন্তু আগের থেকে আলাদা হচ্ছে।

অর্থাৎ সবসময় যে উপসর্গ দেখা দিলে করোনা বলে ধরা হয়, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটলে সেই উপসর্গ নাও দেখা দিতে পারে। অর্থাৎ গন্ধ চলে যাওয়া ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে যে ঘটবেই এমন কথা বলা যাচ্ছে না।

More INSPIRATIONAL CORONAVIRUS VIDEO News  

Read more about:
English summary
Single dose covishield enough for recovered Covid patient against Delta variant: ICMR study