বাঁকুড়ায় ভ্যাকসিন সেন্টারে 'অ্যাকশন', মহিলাদের মারধরের অভিযোগ! করোনা বিধি না মানায় অভিযুক্ত পুলিশ

প্রতিদিন ভ্যাকসিন নিয়ে অশান্তির খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। মূলত যে সংখ্যায় ভ্যাকসিন দেওয়া হবে, তার থেকে প্রাপকদের সংখ্যা বেশি হওয়াতেই সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু এদিন সমস্যার সমাধান করতে গিয়ে করোনা বিধি না মেনেই মানুষের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল বাঁকুড়ার (bankura) এক সাব ইনস্পেক্টরের (sub inspector) বিরুদ্ধে। ভ্যাকসিনেশন সেন্টারে (vaccination centre) যাওয়া মহিলা, যুবতীর সবারই অভিযোগ ওই পুলিশকর্মী তাঁদের গায়ে হাত দিয়েছেন।

বাঁকুড়ায় ভ্যাকসিন সেন্টারে 'অ্যাকশন',মহিলাদের মারধরের অভিযোগ! | Oneindia Bengali

টিকাকরণ কেন্দ্রে কয়েকশো মানুষের ভিড়

জেলায় জেলায় প্রতিদিনই ভ্যাকসিনেশন ক্যাম্পে ভিড় উপচে পড়ছে। সব জায়গাতেই ভ্যাকসিনের আকাল। তেমনই এক কেন্দ্র বাঁকুড়ায়। এদিন বাঁকুড়ার সরকারি টিকাকরণ শিবিরে কয়েকশো মানুষ ভিড় করেছিলেন। সেখানে প্রথমে জানানো হয়েছিল, ২০০ জনকে টিকা দেওয়া হবে। পরে জানানো হয়, ১৫০ জন দেওয়া হবে। আর ৫০ জন অনলাইনে আবেদনকারী টিকা পাবেন। কেন প্রথম থেকেই এই ঘোষণা করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন টিকা নিতে যাওয়া সাধারণ মানুষ।

শুরু হয় বিক্ষোভ

সূত্রের খবর অনুযায়ী, সরকারি তরফে এই ঘোষণার পরেই ওই টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভ শুরু হয়ে যায়। যুবক-যুবতী থেকে বয়স্ক, সবাই এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে।

থানার এসআইএ-র বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

অভিযোগ বাঁকুড়া থানায় এসআই সেখানে এসেই হাত দিয়ে ঠেলে ভিড় সরাতে থাকেন। সাধারণ মানুষকে মারধর করা হয় বলেও অভিযোগ। তিনি যখন এই কাজ করছিলেন, সেই সময় নিজের মুখের মাস্ক ছিল থুতনির নিচে। সেখানে থাকা সাধারণ মানুষজন এর প্রতিবাদ করেন। পুলিশই করোনা বিধি মানছে না বলে অভিযোগ করেন তাঁরা।

মহিলাদের গায়ে হাত দেওয়া অভিযোগ

সেখানে থাকা বহু মহিলাই অভিযোগ করেছেন, বাঁকুড়া থানার সাব-ইনস্পেক্টর ভির সরাতে গিয়ে তাঁদের গায়ে হাত দিয়েছেন। অভিযোগ, ওই এসআই বলেছেন, তিনি যা করেছেন বেশ করেছেন।

পশ্চিম থেকে পূর্বের বিস্তীর্ণ অংশে মৌসুমী অক্ষরেখা, ২৪ ঘন্টা কেমন থাকতে পারে বাংলার জেলাগুলির আবহাওয়াপশ্চিম থেকে পূর্বের বিস্তীর্ণ অংশে মৌসুমী অক্ষরেখা, ২৪ ঘন্টা কেমন থাকতে পারে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal police Sub Inspector targets people including ladies in vaccination centre in Bankura

More CORONA VACCINE News  

Read more about:
English summary
West Bengal police Sub Inspector targets people including ladies in vaccination centre in Bankura