টিকাকরণ কেন্দ্রে কয়েকশো মানুষের ভিড়
জেলায় জেলায় প্রতিদিনই ভ্যাকসিনেশন ক্যাম্পে ভিড় উপচে পড়ছে। সব জায়গাতেই ভ্যাকসিনের আকাল। তেমনই এক কেন্দ্র বাঁকুড়ায়। এদিন বাঁকুড়ার সরকারি টিকাকরণ শিবিরে কয়েকশো মানুষ ভিড় করেছিলেন। সেখানে প্রথমে জানানো হয়েছিল, ২০০ জনকে টিকা দেওয়া হবে। পরে জানানো হয়, ১৫০ জন দেওয়া হবে। আর ৫০ জন অনলাইনে আবেদনকারী টিকা পাবেন। কেন প্রথম থেকেই এই ঘোষণা করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন টিকা নিতে যাওয়া সাধারণ মানুষ।
শুরু হয় বিক্ষোভ
সূত্রের খবর অনুযায়ী, সরকারি তরফে এই ঘোষণার পরেই ওই টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভ শুরু হয়ে যায়। যুবক-যুবতী থেকে বয়স্ক, সবাই এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে।
থানার এসআইএ-র বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ
অভিযোগ বাঁকুড়া থানায় এসআই সেখানে এসেই হাত দিয়ে ঠেলে ভিড় সরাতে থাকেন। সাধারণ মানুষকে মারধর করা হয় বলেও অভিযোগ। তিনি যখন এই কাজ করছিলেন, সেই সময় নিজের মুখের মাস্ক ছিল থুতনির নিচে। সেখানে থাকা সাধারণ মানুষজন এর প্রতিবাদ করেন। পুলিশই করোনা বিধি মানছে না বলে অভিযোগ করেন তাঁরা।
মহিলাদের গায়ে হাত দেওয়া অভিযোগ
সেখানে থাকা বহু মহিলাই অভিযোগ করেছেন, বাঁকুড়া থানার সাব-ইনস্পেক্টর ভির সরাতে গিয়ে তাঁদের গায়ে হাত দিয়েছেন। অভিযোগ, ওই এসআই বলেছেন, তিনি যা করেছেন বেশ করেছেন।