কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে পেরু ও প্যারাগুয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখল ফুটবল বিশ্ব। হাই-ভোল্টেজ ম্যাচের ঘাত-প্রতিঘাতে একটি করে লাল কার্ড দেখল দুই দলই। অমীমাংসিত ভাবে শেষ হল ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়। শেষে টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। শেষ হাসি ফোটে পেরুর ফুটবলারদের মুখে।
গোইয়ানিয়ায় ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৪-১-৪-১ ছকে দল সাজিয়ে মাঠে নেমে প্রথম থেকে আক্রমণে উঠতে থাকে পেরু। ৪-৪-২ ছকে নেমে প্রতি আক্রমণে বাজিমাত করার মরিয়া প্রচেষ্টা চালায় প্যারাগুয়ে। হাই-ভোল্টেজ ম্যাচের চাপ অনুভব করে দুই দলের ফুটবলারের মধ্যে চোরাগোপ্তা ট্যাকেল এবং ঘাত-প্রতিঘাতও চলতে থাকে।
ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হয়ে যায়। ১১ মিনিটের মাথায় প্যারাগুয়ের হয়ে গোল করেন গুস্তাভো গোমেজ। ২০ মিনিটে আত্মঘাতী গোল দিয়ে দেয় এগিয়ে থাকা দল। হিরো থেকে জিরো বনে যাওয়া গোমেজের ভুলেই ম্যাচে সমতায় ফেরে পেরু। ম্যাচের ৪০ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন পেরুর গিয়ানলুকা লাপাদুলা। মাথা গরমের জেরে জঘন্য ফাউল করে দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে বাধ্য হন প্যারাগুয়ের গোল স্কোরার গুস্তাভো। ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে গত সংস্করণের রার্নাসরা।
দ্বিতীয়ার্ধে দুই দলের লড়াই আরও হাড্ডাহাড্ডি হয়। আক্রমণ এবং প্রতি-আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। যদিও ১০ জনের প্যারাগুয়ের ওপর সেভাবে প্রভাব বিস্তার করতে পারছিল না পেরু। উল্টে ৫৪ মিনিটের মাথায় জুনিয়র অ্যালোনসোর গোলে ম্যাচে সমতায় ফেরে এডুয়ার্দো বেরিজোর দল। শেষ ২০ মিনিট জুড়ে ছত্র ছত্রে রোমাঞ্চে ভর করে চলতে থাকে হাড্ডাহাড্ডি মোকাবিলা। ৮০ মিনিটের মাথায় নিজেদের তৃতীয় গোলটি পেয়ে যায় পেরু। ইয়োশিমার ইয়োতুনের বুট থেকে আসে সফলতা। ৮৫ মিনিটের মাথায় আন্দ্রে কারিলো লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ১০ জনের দল হয়ে যায় পেরুও।
A Perú 🇵🇪 le sienta bien la CONMEBOL #CopaAmérica 🏆#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/eh6bc640y1
— Copa América (@CopaAmerica) July 2, 2021
শেষ পাঁচ মিনিটে পেরুর রক্ষণভাগে আক্রমণে ঝড় তোলে প্যারাগুয়ে। ৯০ মিনিটের মাথায় গ্যাব্রিয়াল আভালেসের গোলে সমতায়ও ফেরে দল। তাতে কাজের কাজ কিছু হয়নি। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পাঁচটির মধ্যে চারটি শট গোলে রাখতে সক্ষম হয় পেরু। দুটি পেনাল্টি মিস করে কোপা আমেরিকার থেকে ছিটকে যায় প্যারাগুয়ে। আগামী ৫ জুলাই সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।