বড় জয় বিজেপির!
বিধানসভা ভোটের আগে সে রাজ্যের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সণ নির্বাচনে বড়সড় জয় পেল বিজেপি। যা অবশ্য স্বস্তির খবর। অন্যদিকে উত্তরপ্রদেশের অন্যতম প্রধান বিরোধী শক্তি অখিলেশের কাছে বড় ধাক্কা এই নির্বাচন। ৭৫টির মধ্যে ৬০টি আসনই এসেছে বিজেপির কাছে। মাত্র ছয়টি আসনে জয় পেয়েছে অখিলেশের দল। অন্যরা পেয়েছে মাত্র দুটো। বুন্দেলখণ্ড যা অন্যতম শক্ত ঘাঁটি বিজেপির কাছে। সব আসনে জয় পেয়েছে বিজেপি। সেখানে খাতা খুলতে পারেননি বিরোধীরা। যদিও পিছনে তাকালে দেখা যায় ২০১৬ সালে এই নির্বাচনে অখিলেশের কাছে গিয়েছিল ৭৫টির মধ্যে ৬০ আসনই। আর কয়েক বছরের মধ্যেই পদ্ম ফুটল অখিলেশ গড়ে।
এই ভোটের উপর নজর ছিল যোগীর
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভোটের ফলাফল বিচার করে এখনই বলা ঠিক নয় উত্তরপ্রদেশের মসনদে কে বসতে চলেছে? কারন এখনও বেশ খানিকটা সময় বাকি আছে নির্বাচনের। অনেক কিছু রাজনৈতিক পরিবর্তন এর মধ্যে ঘটতে পারে। যদিও খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই নির্বাচনের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে ছিলেন। তবে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ এনেছে। শুধু তাই নয়, ভোটারদের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ তাঁদের।
২২ এও জিতব!
একাধিক ইস্যুতে কিছুটা হলেও উত্তরপ্রদেশে কোনঠাসা বিজেপি সরকার। করোনা সহ বেশ কয়েক ঘটনাতে খোদ যোগী আদিত্যনাথকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই অবস্থায় বছর ঘুরলেই ভোট সে রাজ্যে। বাংলা থেকে শিক্ষা নিয়ে কার্যত সে রাজ্যে ঝাঁপাতে চলেছে বিজেপি। শুহদু তাই নয়, ভোট হবে আরও চার রাজ্যে। তবে বিজেপির কাছে উত্তরপ্রদেশ বাঁচানো কার্যত মরণ বাচান লড়াই। তবে এই ভোটের ফলাফল সামনে আসতেই চাঙ্গা বিজেপি শিবির। তাঁদের দাবি, এটা কিছুই নয়, আগামী ২০২২ সালেও উত্তরপ্রদেশে ফিরছে যোগী রাজ!