করোনার দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর-দার্জিলিংয়ে, টেক্কা কলকাতাকেও

কলকাতাকে টেক্কা দিয়ে করোনার দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিংয়ে। পশ্চিম মেদিনীপুরের দৈনিক সংক্রমণ উত্তর ২৪ পরগনার সমান। তারপরেই রয়েছে দার্জিলিং। দার্জিলিংয়ের নিচে কলকাতা। এদিন আবার মালদহকে টেক্কা দিয়ে পুরুলিয়ায় সংক্রমণ সর্বনিম্ন। মাত্র ৩ জন আক্রান্ত হয়েছেন পুরুলিয়ায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০-র নিচে নেমে গিয়েছে। বাংলায় ১৩৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১২৮। উত্তর ২৪ পরগনায় ১৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় করোনার দৈনিক সংক্রমণ এখনও সর্বোচ্চ। এদিন উত্তর ২৪ পরগনার সমান সংক্রমণ হয়েছে পশ্চিম মেদিনীপুরে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৮৪৮৩। এদিন কলকাতায় ১২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯২৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০১৯৯৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫৫৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৬৫১২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪২ জন। মৃত্যু হয়েছে মোট ৪৪৯৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৯৮০৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২১২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৬৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪৭৮০ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩৩০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭২ জন। হুগলিতে ৮০ জন বেড়ে আক্রান্ত ৮০২৯৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৪১ জন, কোচবিহারে ৭৭ জন, দার্জিলিংয়ে ১৩৫ জন, কালিম্পংয়ে ৩৪ জন, জলপাইগুড়িতে ৭৬ জন, উত্তর দিনাজপুরে ২০ জন, দক্ষিণ দিনাজপুরে ১৩ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ১০ জন, নদিয়ায় ৫৮ জন, বীরভূমে ১৭ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ৩৬ জন, ঝাড়গ্রামে ৭২ জন, পশ্চিম মেদিনীপুরে ১৪২ জন, পূর্ব মেদিনীপুরে ৮৯ জন, পূর্ব বর্ধমানে ৪৮ জন, পশ্চিম বর্ধমানে ২৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus increased anxiety in West Midnapur and Darjeeling in West Bengal. Purulia’s infection is lowest only three.