উইম্বলডনে মহিলাদের ডাবলস থেকে বিদায় নিল সানিয়া মির্জা ও বেথানি মাটেক-স্যান্ডস জুটি। রাশিয়ান প্রতিপক্ষের কাছে হেরে ডাবলস থেকে ছিটকে গেলেও রোহন বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে খেলবেন তিনি।
এবারের উইম্বলডনে ডাবলসের শুরুটা ভালোই করেছিলেন সানিয়ারা। প্রথম রাউন্ডে তাঁরা ছিটকে দেন ষষ্ঠ বাছাই গুয়ারাচি-ক্রজিক জুটিকে। দ্বিতীয় রাউন্ডে সানিয়া-বেথানি জুটির সামনে ছিলেন রাশিয়ার এলেনা ভেসনিনা ও ভেরনিকা কুডারমেতোভা। ১ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে সানিয়ারা হারলেন ৪-৬, ৩-৬ সেটে। ডাবলস অভিযান দ্বিতীয় রাউন্ডে শেষ হয়ে গেলেও এখনও অবশ্য সানিয়ার উইম্বলডন অভিযান শেষ হয়নি। মিক্সড ডাবলসে দ্বিতীয় রাউন্ডে তিনি নামবেন রোহন বোপান্নাকে সঙ্গে নিয়ে। বোপান্না অলিম্পিকের টিকিট না পেলেও টোকিও যাওয়ার আগে উইম্বলডনে ভালো খেলে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান সানিয়া।
The moment @EmmaRaducanu became the youngest British woman to reach the fourth round at #Wimbledon in the Open era 👏 🇬🇧 pic.twitter.com/SUxODx6VIo
— Wimbledon (@Wimbledon) July 3, 2021
এদিকে, আজ মহিলাদের সিঙ্গলসে উল্লেখযোগ্য জয় পেয়েছেন ব্রিটেনের অষ্টাদশী এমা রাদুকানু। ১ঘণ্টা ৪০ মিনিটে লড়াইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি ৬-৩, ৭-৫ সেটে হারালেন রোমানিয়ার সোরানা কর্সটিয়াকে। ওপেন এরায় সর্বকনিষ্ঠ ব্রিটিশ মহিলা হিসেবে তিনি উইম্বলডনে চতুর্থ রাউন্ডে উঠলেন। তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন ২০তম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গৌফ, ১৪তম বাছাই বারবোরা ক্রেজিকোভা। আলিয়াকজান্দ্রা সাসনোভিচের কাছে ২-৬ ব্যবধানে প্রথম সেটে পিছিয়ে পড়েও পরের দুটি সেট ৬-০, ৬-১ ব্যবধানে জিতেছেন ২৫তম অ্যাঞ্জেলিক কেরবার। তৃতীয় রাউন্ডের অপর ম্যাচে ষোড়শ বাছাই আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়েছেন ১৯তম বাছাই ক্যারোলিনা মুচোভা। মাগদা লিনেটকে ৫-৭, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন পউলা বাদোসা।