বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতার মধ্যে বৈঠককে কেন্দ্র করে বিতর্ক এবার গড়াচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দরবারেও। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সলিসিটর জেনারেল ও বিরোধী দলনেতার সাক্ষাতের বিষয়টি তুলে ধরবেন।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, তিনি এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন সোমবার। রাষ্ট্রপতির সমীপে তাঁরা বলবেন, সলিসিটর জেনারেল কি ফৌজদারি মামলায় জড়িত সমস্ত লোককে তাঁর বাড়িতে অপেক্ষা করার অনুমতি দেন এবং তাঁদের চা প্রেরণ করেন? কোনও অভিযুক্ত কি আগাম না জানিয়ে সলিসিটার জেনারেলের বাড়িতে যেতে পারেন?
শুক্রবার তৃণমূলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতার অপসারণ চেয়েছিল। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর পূর্বনির্ধারিত বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠির পর সলিসিটার জেনারেল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উভয়ই স্পষ্ট করেন, তাঁরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেননি।
তৃণমূলের দাবি, সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে নারদ মামলায় সিবিআইয়ের পক্ষে উপস্থিত হবেন। পাশাপাশি সারদা চিটফান্ড কেলেঙ্কারিতেও সিবিআইয়ের উপদেষ্টা হিসাবে কাজ করছেন তিনি। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদা ও নারদ মামলায় অভিযোগ রয়েছে। এই সাক্ষাৎ মামলায় প্রভাবিত করতে পারে।