|
বিসিসিআই
হরভজন সিং-কে ৪১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। দেশের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১১টি উইকেট নেওয়া ভাজ্জিকে দেশের গর্ব বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। উল্লেখ করা হয়েছে যে দেশকে ২০০৭ ও ২০১১ সালের টি২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া হরভজন দেশের হয়ে প্রথম টেস্ট হ্যাটট্রিক করেন।
|
ভিভিএস লক্ষ্মণ
৪১তম জন্মদিনে হরভজন সিংয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ভাজ্জিকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।
|
ক্রিকেট ফ্যানদের শুভেচ্ছা
ভারতীয় ক্রিকেট দলকে বিদায় জানালেও আইপিএলে সাবলীলভাবে খেলে চলেছেন হরভজন সিং। করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে হরভজনকে মাঠে নামতে দেখা গিয়েছে। তাঁর কৃপণ বোলিং প্রশংসিত হয়েছে। জীবনীশক্তিতে ভরপুর এই ক্রিকেটারের জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভেসেছে সোশ্যাল মিডিয়া। হরভজনকে ৪১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা।
হরভজন সিংয়ের কেরিয়ার
ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলেন হরভজন সিং। ৪১৭টি উইকেট নিয়েছেন প্রাক্তন অফ স্পিনার। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ২৫ বার নিয়েছেন ভাজ্জি। দেশের হয়ে ২৩৬টি ওয়ান ডে ও ২৮টি টি২০ ম্যাচ খেলা টার্বুনেটর দুই ফর্ম্যাটে যথাক্রমে ২৬৯ ও ২৫ উইকেট নিয়েছেন। আইপিএলে ১৬৩টি ম্যাচ খেলে ১৫০ উইকেট নিয়েছেন হরভজন।