এরিকসন আতঙ্কের ছায়া এবার ক্রিকেটে, ১০ মিনিটের ব্যবধানে মাঠে লুটিয়ে পড়লেন দুই ফিল্ডার

ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন আতঙ্কের ছায়া এবার ক্রিকেটে। পাকিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচ চলাকালীন সংজ্ঞা হারিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের দুই ফিল্ডার। হাসপাতালের চিকিৎসাধীন ওই দুই ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এরিকসন আতঙ্কের ছায়া এবার ক্রিকেটে, ১০ মিনিটের ব্যবধানে মাঠে লুটিয়ে পড়লেন দুই ফিল্ডার

ইউরো কাপ চলাকালীন ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের এক ম্যাচ খেলার সময় মাঠেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন। প্রাথমিক চিকিৎসার পর ওই মিডফিল্ডারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে গেলেও এরিকসনের আগামী দিনে ফুটবল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পরে জানা যায় যে মাঠেই ওই ফুটবলারের হৃদযন্ত্র থমকে গিয়েছিল। অনেক কষ্টে সেটিকে সচল করা হয়। এরিকসনের হৃদযন্ত্রে কৃত্রিম ডিভাইস বসানো হয়।

সেই স্মৃতি উস্কে এবার একই ধরনের ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট মাঠ। আন্টিগুয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের মধ্যে টি২০ ম্যাচ চলছিল। পাকিস্তান ব্যাটিং করার সময় ওয়েস্ট ইন্ডিজ শিবিরের অন্যতম সদস্য চিনেলে হেনরি ফিল্ডিং করার সময় আচমকাই সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া হয়। ওই মহিলা ক্রিকেটারকে মাঠেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া। কিছু পরে ফের খেলা শুরু হয়।

Match between Pakistan and West Indies women cricketers continues ... Suddenly West Indies women cricketer fainted and collapsed . She was shifted to a nearby hospital. Hopefully she will recover soon.
VC: @windiescricket#WIWvPAKW #WIWvsPAKW pic.twitter.com/OjhJmWioeO

— Qadir Khawaja (@iamqadirkhawaja) July 2, 2021

১০ মিনিট কাটতে না কাটতেই মাঠে লুটিয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজের আরও এক মহিলা ক্রিকেটার। চিদিন নেশন নামে ওই ক্রিকেটারকেও মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। ওই দুই ক্রিকেটারের সঙ্গে কেন এমন ঘটনা ঘটল, তা আরও পরীক্ষা-নীরিক্ষার পর জানা যাবে বলে হাসপাতাল সূত্রে খবর।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের তরফে দুই কনকাশান সাবস্টিটিউট নামানোর পর ফের খেলা শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২৬ রানের লক্ষ্য বৃষ্টির জেরে ধুয়ে ১১১-তে এসে পৌঁছয়। ১৮ ওভারেও নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারেননি পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা। অসুস্থ দুই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনাা করেছে ক্রিকেট বিশ্ব।

More WEST INDIES News  

Read more about:
English summary
West Indies women cricketers collapse in T20 match against Pakistan