লকডাউনে আশার আলো, ভারতের রপ্তানি স্পর্শ করল ৯৫ বিলিয়ন ডলার

দু'টো করোনা ঢেউ-এর ধাক্কা সামলে ভারতের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লড়াই-ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক মন্দা কাটিয়ে কবে কাম ব্যাক করবে ভারত সে নিয়ে আশা এবং আশঙ্কা দুটেই তৈরি হয়েছে৷ এরই মধ্যে বানিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের দেওয়া তথ্য আশার কথা শোনাচ্ছে৷

শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছে ২০২০-২০২১ অর্থবর্ষে প্রথম বারের জন্য দেশ রফতানি বানিজ্য থেকে ৯৫ বিলিয়ন ডলার আয় করেছে। ২০২১ এর প্রথমভাগেই ৯০ বিলিয়ন ডলারের রফতানি করেছে ভারত৷ করোনা সংক্রমণের জন্য বড় সময় দরে লকডাউনের পথে হাঁটতে হয়েছে ভারতকে৷ যার প্রভাব পড়েছে দেশের মোট জিডিপি এবং মাথা পিছু আয়ে৷ এই সময়ে প্রচুর মানুষ কর্মহীন হয়েছেন। কমেছে উৎপাদনও৷ পাশাপাশি বিভিন্ন দেশে করোনা সংক্রমণের কারণেই কমেছে কর্মসংস্থান। এসব সমস্যায় জর্জরিত ভারতবাসীর কাছে রফতানি বানিজ্যের এই সাফল্য আশাব্যঞ্জক বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

কোন ক্ষেত্রে বেড়েছে রফতানি?

কেন্দ্রীয় বানিজ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২০ সালের মে থেকে ধান রফতানিতে ইতিবাচক গতি দেখা গিয়েছে। ২০১৯ এবং ২০২০ এর অর্থবর্ষের তুলনায় ২০২১ এর প্রথমেই মশলা ও তেল রফতানি বেড়েছে প্রায় দ্বিগুন। ২০২০-র তুলনায় একুশে সমুদ্রজাগ পণ্য রফতানিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গোয়েল আরও জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিতে ৫.২ বিলিয়ন ডলার বৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় বানিজ্যমন্ত্রী জানিয়েছেন করোনার কারণে বড় ধাক্কা খাওয়া অর্থনীতিকে সচল করতে সরকার কিছু সদর্থক পদক্ষেপ নিয়েছিল। যার ফলে রফতানি বানিজ্যে এই সাফল্য এসেছে। এছাড়াও ২০২০-২১ অর্থবর্ষে এফডিআই (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট) বেড়েছে ৮১.৭১ বিলিয়ন ডলার। যার বড় অংশ এসেছে সিঙ্গাপুর (২৯ শতাংশ) এবং ইউএসএ (২৩ শতাংশ) থেকে।

More INDIAN ECONOMY News  

Read more about:
English summary
During lockdown there is a ray of hope in Indian economy, India's exports touched 95 billion doller
Story first published: Friday, July 2, 2021, 19:42 [IST]