অভিযোগ পেলেই ব্যবস্থা!
করোনার পরিস্থিতিতে অতিরিক্ত বিলের অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নিচ্ছে কমিশন। ইতিমধ্যে একগুচ্ছ ব্যবস্থা স্বাস্থ্য কমিশন নিয়েছে। একাধিক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নিয়েছে। এমনকি রোগী ভর্তি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালগুলিতে।
পরীক্ষার খরচ বেঁধে দিল স্বাস্থ্য কমিশন
এরপর আরও কড়া ব্যবস্থা নিল স্বাস্থ্য কমিশন। করোনার পরে একাধিক টেস্ট করানো হচ্ছে। আর এতে বেসরকারি ল্যাব কিংবা হাসপাতালগুলি মোটা টাকা নিচ্ছে রোগীদের কাছ থেকে। সেদিকে নজর রেখে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য কমিশন। প্যাথলজি এবং রেডিওলজি পরীক্ষার খরচ বেঁধে দিল স্বাস্থ্য কমিশন। জারি করা নির্দেশিকাতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত পরীক্ষাতে আর বেশি টাকা নেওয়া যাবে না। রেডিওলজিক্যাল টেস্ট যেমন সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি, বুকের এক্সরে, ইউএসজি সহ এই সমস্ত টেস্ট গুলি করোনার পর মানুষ করছে। এই টেস্টগুলি করার ক্ষেত্রে আর বর্ধিত দাম নেওয়া যাবে না। স্বাস্থ্য কমিশনের তরফে নির্দিষ্ট করে দেওয়া হল দাম। একই ভাবে প্যাথলজিক্যাল ক্ষেত্রেও আইএল-৬, ডি-ডাইমার, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড পরীক্ষার খরচের তালিকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
কমিটি গঠন করা হয়
দাম ঠিক করতে এর আগে দুটি কমিটি গঠন করে স্বাস্থ্য কমিশন। করোনা পরিস্থিতিতে কোন কোন টেস্ট মানুষ বেশি করাচ্ছে সেই বিষয়টির উপর একটা সার্ভে করা হয়। সেগুলি করতে কত খরচ। আর বেসরকারি সংস্থাগুলি কত টাকা করে নিচ্ছে সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা করা হয়। এরপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।