শাড়ি পরেই নববধূ মার্শাল আর্ট প্রদর্শন করলেন দর্শকদের সামনে। আর তা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন বরের বাড়ির লোকজনও। সোমবার সকালে, বিয়ের অনুষ্ঠানের আর মাত্র কিছুক্ষণ বাকি, সেই সময় তামিলনাড়ুর নববধূ নিজের শাড়ি সামলে বিয়ের বাড়ির সামনের অংশকে পরিণত করলেন মার্শাল আর্ট প্রদর্শন প্রাঙ্গণে। আর সেখানেই নববধূ শুরু করে দেন তিন হাজার বছরের পুরনো মার্শাল আর্ট।
বিয়ের পর পি নিশা সুরুল ভাল ভিচু, রেহাই কামবু, সিলামবাম, আদিমুরাই, কালাইপাত্তু, থিপান্থাম সহ তামিলনাড়ুর নিজস্ব বিভিন্ন মার্শাল আর্ট এক এক করে তুলে ধরলেন এবং এর জন্য ২২ বছরের তরুণী সকলের কাছে দারুণ প্রশংসা ও সাধুবাদ পান। জানা গিয়েছে, তামিলনাড়ুর তুতিকোরিন জেলার থিরুকোলুর গ্রামের বিয়ের বাড়ির সামনের রাস্তাতেই চলে মার্শাল আর্টের প্রদর্শন। নিশা খুব তীক্ষ্ণ ও সহজে পরিচালনা করা যায় এমন ব্লেডের মাধ্যমে সুরুল ভাল ভিচু, রেট্টাই কাম্বু ও আদিমারাইয়ের মতো একের পর এক মার্শাল আর্ট করে চলেছিলেন। আদিমারাই বা আদি মুরাই সিলামবামের সঙ্গে কিছুটা হলেও মুল রয়েছে, এটি কন্যাকুমারির মার্শাল আর্ট বলে জানা গিয়েছে।
Totally floored by this rockstar bride from TN performing Silambam-the ancient martial dance art in her wedding ♥️ Nisha you are breaking stereotypes effortlessly. More and more girls should get inspired to learn Silambam #Silambam #TamilNadu video- shared pic.twitter.com/8n80q11eY7
— Supriya Sahu IAS (@supriyasahuias) July 2, 2021
৩ বছর ধরে এই কলার ট্রেনিং নেওয়া নিশা জানালেন, বিয়ের সাজে এমনটা করা সহজ না হলেও তিনি এটা করলেন মেয়েদের আত্মরক্ষার কৌশল সম্বন্ধে অবগত করতে। যাতে তাঁরাও এগুলি শিখে নিজেদের রক্ষা করতে পারেন। আইএএস অফিসার সুপ্রিয়া সাহুও অনেকের মতো এই ভিডিও ক্লিপটি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পি নিশার প্রশংসায় মাতোয়াড়া হয়ে ওঠে নেট দুনিয়া।
নিশা জানিয়েছেন যে তিনি তাঁর স্বামীর কাছ থেকেই মার্শাল আর্টের প্রশিক্ষণ পেয়েছেন, যিনি তাঁর সম্পর্কে মামা হন, ২৯ বছরের রাজকুমার মুসা। নিশা জানিয়েছেন তিনি টি–শার্ট ও ট্র্যাক প্যান্ট পরে মার্শাল আর্ট শিখেছেন তাই শাড়ি ও ভারী মেকআপে এই আর্ট প্রদর্শন করা সহজ নয়। নিশা জানান তিন বছর ধরে তিনি এই পুরনো কলা শিখছেন।