মুকুলকে প্রণাম বিজেপির দুই বিধায়কের, বিধানসভা শুরুর দিনেই জল্পনা রাজ্য রাজনীতিতে

বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। তারপর বিধায়ক পদে ইস্তফা নিয়ে বিতর্কের মাজে মুকুল রায় বিরোধী আসনে অর্থার বিজেপি বিধায়কদের দিকে বসেছেন বিধানসভায়। তা নিয়ে চর্চার মধ্যেই নতুন করে জল্পনা ছড়াল মুকুল রায়কে দুই বিজেপি বিধায়কের পায়ে হাত দিয়ে প্রণামে।

মুকুলের পায়ে হাত দিয়ে প্রণাম ২ বিজেপি বিধায়কের

শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর দিনেই মুকুল রায় বুঝিয়ে দিয়েছেন বিজেপিতে তাঁর অনুগামী নেহাত কম নেই। বিধানসভায় রাজ্যপালের ভাষণের সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তার আগে তাঁদের মধ্যেই দুজন মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

মুকুলকে প্রণামে জল্পনা থামছে না কিছুতেই

বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ও জুয়েল মুর্মুর এই প্রণাম নিয়েও এদিন চর্চা হয় বাংলার রাজনৈতিক মহলে। বিজেপি বিধায়করা বলেছেন, এই প্রণাম নেহাতই সৌজন্য। মুকুল রায়ের পক্ষ থেকে তৃণমূলও দাবি করেছে এটা নেহাতই সৌজন্য। কিন্তু জল্পনা থামছে না কিছুতেই। উঠে আসছে নানা সমীকরণ।

বিজেপি কড়া মুকুলে, বিধায়করা নরম

মনোজ টিগ্গা গত বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা ছিলে। আদি বিজেপি নেতা। তাঁকে সরিয়ে এবার নব্য শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা করা হয়। তারপর মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপ নিয়েছেন। এই অবস্থায় মুকুল রায়ের পায়ে হাত দিয়ে দুই বিধায়কের প্রণামে তো জল্পনা বাড়বেই।

মুকুল একা বসে রইলেন বিরোধী আসনে!

যে মুকুল রায়কে বিজেপি মীরজাফর, নির্লজ্জ বলে কটাক্ষ করতে ছাড়ছে না, যে মুকুল রায়ের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে নালিশ করেছেন বিরোধী দলনেতা, সেই মুকুল রায়কে নিজেদের বেঞ্চে পেয়ে প্রণাম করে সৌজন্য দেখালেন মনোজ ও জুয়েল। এরপর বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষাভ লজানিয়ে কক্ষ ত্যাগ করলেও মুকুল একা বসে রইলেন বিরোধী আসনে।

More MUKUL ROY News  

Read more about:
English summary
Two BJP MLA increase speculation to express obeisance to Mukul Roy in West Bengal Assembly.