ছন্দে জাবের
বিশ্ব ক্রমতালিকায় ২৪ নম্বর তথা ২১তম বাছাই জাবেরের সামনে তৃতীয় রাউন্ডের প্রতিপক্ষ ছিলেন একাদশ বাছাই তথা বিশ্বের ১২ নম্বর টেনিস তারকা স্পেনের গ্যারবিনা মুগুরুজা। মুগুরুজা ২০১৫ সালের উইম্বলডনের রানার-আপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন, ২০১৬ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন এবং গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে রানার-আর। অন্যদিকে, জাবের গত বছরের পর এবার পৌঁছেছিলেন ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে। তাছাড়া এবার অস্ট্রেলিয়ান ওপেনে তিনি তৃতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি। ২০১৯ ও ২০২০ সালে ইউ এস ওপেনে তৃতীয় রাউন্ড অবধি পৌঁছান। উইম্বলডনে সেরা পারফরম্যান্স বলতে ছিল ২০১৮ সালে দ্বিতীয় রাউন্ড অবধি ওঠা। ২০১৭ ও ২০১৯-এ বিদায় নিয়েছিলেন প্রথম রাউন্ডেই।
উইম্বলডনে নজির
সেই জাবেরই এদিন ফেভারিট মুগুরুজাকে হারিয়ে অঘটন ঘটালেন। সেই সঙ্গে আরবের প্রথম নারী হিসেবে জিতলেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডের ম্যাচে। ২ ঘণ্টা ২৬ মিনিটের লড়াইয়ে তিনি প্রথম সেটে ৫-৭-এ পিছিয়ে পড়েও পরের দুটি সেট জিতে নেন ৬-৩, ৬-২-এ। দ্বিতীয় রাউন্ডে ভেনাস উইলিয়ামসকে হারিয়েছিলেন ৭-৫, ৬-০ সেটে। গত সপ্তাহে আরবের প্রথম নারী হিসেবে বার্মিংহামে প্রথম ডব্লুটিএ খেতাবজয়ী জাবের পরের রাউন্ডে মুখোমুখি হবে গত বছরের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইয়া সোয়াতেকের বিরুদ্ধে। আজই তাঁর কেরিয়ারের সেরা দিন বলে জানিয়েছেন জাবের।
এগোলেন সাবালেঙ্কা
এদিনই তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় বাছাই বেলারুসের আরিনা সাবালেঙ্কা। কলম্বিয়ার মারিয়া সেরানোকে তিনি হারান ৬-০, ৬-৩ ব্যবধানে। তবে রাশিয়ান ওয়াইল্ড কার্ডধারী লিউডমিলা স্যামসনোভার কাছে ২-৬, ৬-২, ৪-৬ সেটে হেরে বিদায় নিয়েছেন প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্লোয়েন স্টিফেন্স।