৩৫ কোটি নাগরিক পেয়েছেন কোভিড টিকাকরণ
সরকার জানিয়েছে যে কোউইন ড্যাশবোর্ড অনুযায়ী ভারতে ৩৫ কোটির বেশি নাগরিককে কোভিড টিকাকরণ করানো হয়েছে। যার মধ্যে সম্পূর্ণভাবে টিকাকরণ হয়েছে ৫.৭৭ কোটি জনসংখ্যার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ১৮-৪৪ বছর বয়সী নাগরিকদের ৯.৬১ কোটির বেশি জনকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। এর সঙ্গে যোগ করে এও জানানো হয় যে বৃহস্পতিবার মোট ৩৮.১৭ লক্ষ ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে দেশে।
প্রথম ও দ্বিতীয় ডোজ
মন্ত্রকের পক্ষ থেকে এও জানানো হয় যে ১৮-৪৪ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২১,৮০,৯১৫ জন এবং ৮৪,১০৭ জনকে বৃহস্পতিবারই দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
ভারত পেতে চলেছে দেশি ভ্যাকসিন
কোভ্যাকসিনের পাশাপাশি ভারত আরও একটি দেশি ভ্যাকসিন পেতে চলেছে শীঘ্রই। অনুমোদনের জন্য ডিসিজিআইয়ের কাছে এটি পাঠানো হয়েছে। জাইডাস কাডিলার জাইকোভভি-ডি বিশ্বের প্রথম ইঞ্জেকশন ছাড়া ভ্যাকসিন, যার তিনটি ডোজ নিতে হবে, এটি প্রথম প্লাসমিড ডিএনএ কোভিড ভ্যাকসিন। কাডিলার স্বাস্থ্য পরিষেবা এমডি শার্ভিল প্যাটেল জানিয়েছেন যে ডিসিজিআই জাউকোভ-ডি ভ্যাকসিনকে অনুমোদন দিলে, সংস্থা অগাস্ট থেকেই প্রতিমাসে ১ কোটি করে ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হবে এবং এ বছরের শেষে ডিসেম্বরে ৫ কোটি করে ডোজ তৈরি করবে জাইডাস কাডিলা।
ভারতে কমল দৈনিক সংক্রমণ
এরই মধ্যে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। টানা ৫ দিন দৈনিক সংক্রমণ রইল ৫০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন এবং মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৬৩৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন।এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন।
ছাড়িয়ে গেল ৪ লক্ষ মৃতের গণ্ডি, কিন্তু সর্বাধিক করোনা কবলিত দেশের মধ্যে মৃত্যুহার সর্বানিম্ন ভারতেই