ভারতেরই অঙ্কিতা-রামকুমারকে হারিয়ে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে সানিয়া-বোপান্না

মহিলাদের ডবলসের পর এবার উইম্বলডনের মিক্সড ডবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতের সানিয়া মির্জা। সঙ্গী স্বদেশী রোহন বোপান্না। প্রথম রাউন্ডে ভারতেরই অঙ্কিতা রায়না ও রামকুমার রামানাথনের জুটিকে হারিয়ে দিয়েছেন মির্জা-বোপান্না জুটি। ফলে এই ফলাফলে ভারতীয় ক্রীড়া প্রেমীরা একদিকে যেমন উচ্ছ্বসিত আবার অন্যদিকে হতাশও বলা চলে।

উইম্বলডনের মিক্সড ডবলসের প্রথম রাউন্ডে দুই ভারতীয় জুটি মুখোমুখি হয়ে ইতিহাস রচনা করল। অঙ্কিতা রায়না ও রামকুমার রামানাথনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না। প্রথম সেটে কোনও প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেননি রায়না এবং রামকুমার। ওই সেট ৬-২ ফলাফলে মোকাবিলা জেতে সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটি। তবে দ্বিতীয় সেটে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। মোকাবিলা টাইব্রেটার পর্যন্ত গড়ায়। ৭-৬(৭-৫) ফলাফলে ওই সেট এবং ম্যাচ জেতেন মির্জা ও বোপান্না। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের নিকোলাস মাহুত ও ম্লাডেনোভিচ জুটির বিরুদ্ধে খেলতে নামবেন ভারতীয় তারকারা।

উল্লেখ্য অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধেই টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে সানিয়া মির্জা। যিনি উইম্বলডনে নিজের ডবলসের প্রথম রাউন্ডের ম্যাচ জিতে গিয়েছেন। অন্যদিকে প্রথমবার উইম্বলডনে খেলতে নামা অঙ্কিতা রায়না ডবলস ও মিক্সড ডবলসে হেরে গিয়ে অলিম্পিকের আগে বড় ধাক্কা খেলেন, তা অনায়াসে বলা যায়।

উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস বিভাগের চতুর্থ রাউন্ডে পৌঁছে গিয়েছেন রাশিয়াল আন্দ্রে রুবলেভ। তৃতীয় রাউন্ডে ইতালির ফাবিও ফোগনিনিকে হাড্ডাহাড্ডি ম্যাচে তিনি হারিয়ে দিয়েছেন। প্রতিযোগিতার চতুর্থ বাছাইয়ের পক্ষে ম্যাচ শেষ হয় ৬-৩, ৫-৭, ৬-৪, ৬-২ ফলাফলে। মহিলাদের সিঙ্গলস বিভাগের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। তৃতীয় রাউন্ডের ম্যাচ ৬-০, ৬-৩ ফলাফলে তিনি জিতেছেন। চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা ও পোল্যান্ডের ইগা সুইয়াটেক।

More WIMBLEDON News  

Read more about:
English summary
Sania Mirza and Rohan Bopanna enters into the mixed doubles second round of Wimbledon