ফের আইএসএলে কলকাতার দলকে ধাক্কা দিল চেন্নাইন এফসি। এসসি ইস্টবেঙ্গলের নারায়ণ দাসের পর সেন্ট্রাল ডিফেন্ডার সালাম রঞ্জন সিংকে তুলে নিয়ে রক্ষণ জোরদার করল দু-বারের আইএসএল চ্যাম্পিয়নরা। সালাম রঞ্জন এটিকে মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন।
কত বছরের জন্য সালাম রঞ্জনকে চেন্নাইন এফসি সই করাল তা এদিন স্পষ্ট করা না হলেও বলা হয়েছে মাল্টি ইয়ার ডিল। অর্থাৎ একাধিক মরশুমের জন্য তাঁকে নিয়েছে চেন্নাইন এফসি। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সালাম রঞ্জন সিং বলেন, চেন্নাইন এফসি-র যুক্ত হতে পেরে অভিভূত। দলের হয়ে বেশিরভাগ ম্যাচ খেলার পাশাপাশি ক্লাবের লক্ষ্যপূরণে অবদান রাখতে চাই। কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতা দেখিয়ে দলে জায়গা ধরে রাখতে পারব বলে আশা রাখি। ক্লাব ও সমর্থকদের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতেও প্রস্তুত ২৫ বছরের সালাম রঞ্জন। ফিটনেসের উন্নতি ঘটিয়ে আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজের খেলাকে আরও ভালো করে পেশাদার ফুটবলে সাফল্য পাওয়াই লক্ষ্য তাঁর।
Ennava irukkum? 🤔#AllInForChennaiyin #AattamAarambam pic.twitter.com/y1OY2Vzhd0
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) July 2, 2021
পুনে এফসি-র একাদেমির ছাত্র সালাম রঞ্জন যুব কেরিয়ারের দুবার খেতাব জয়ের স্বাদ পান। তারপর সুযোগ পান সিনিয়র দলে। ২০১৩-১৪ সালে আই লিগ ও এএফসি কাপ খেলেন পুনের হয়ে। এরপর বেঙ্গালুরু এফসি-তে থাকাকালীন আই লিগ ও ফেডারেশন কাপ জয়ের স্বাদ পান। নর্থ-ইস্ট ইউনাইটেডের হয়ে আইএলএল খেলার পর দুই বছরের জন্য ছিলেন ইস্টবেঙ্গলে। আই লিগে তিনি ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন।
“It feels amazing to join Chennaiyin FC. My aim is to help the club achieve its goals while garnering as much playing time as possible."
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) July 2, 2021
New signing @salam_ranjan is keen on steering the Marina Machans to success 👉🏻 https://t.co/vMvI4y2A1Q#AattamAarambam #AllInForChennaiyin
এরপর এটিকে-তে যোগ দেন এবং ২০১৯-২০ মরশুমে আইএসএল জয়ী দলের সদস্যও ছিলেন। পরের বছর এটিকে মোহনবাগানের হয়ে খেলেন। যুব দলের পাশাপাশি ভারতের সিনিয়র দলের হয়েও ১১টি ম্যাচ খেলেছেন। ২০১৮ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পাশাপাশি ২০১৯ সালে দেশের হয়ে খেলেছেন ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপেও।