স্বমহিমায় ফিরে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ফেডেরার, ছিটকে গেলেন আজারেঙ্কা

ঘাসের কোর্টে স্বমহিমায় ফিরলেন রজার ফে়ডেরার। দাপুটে জয়ের হাত ধরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন কিংবদন্তি। দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত জয় পেলেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভও। মহিলার বিভাগে হেরে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। জিতলেন অ্যাঞ্জেলিক কারবার এবং কোকো গাউফ।

পছন্দের উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার ফেডেরার। টেনিস প্রেমীদের মনে জাগ্রত হয়েছিল টুর্নামেন্টের ২০০৭ সালের সংস্করণের সেমিফাইনালের ছবি। যে ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই দুই প্রতিপক্ষই। মোকাবিলা জিতেছিলেন রজার। ঘাসের কোর্টে এরপর কেটে গিয়েছে ১৪ বছর। ৩৯-এর ফেডেরার ঝুলিতে এখন ২০টি গ্র্যান্ড স্ল্যাম। ৩৫ বছরের গ্যাসকোয়েটের সম্বল সেই লড়াই। যা দিয়ে কিংবদন্তি রজারের সঙ্গে যুদ্ধ করেও হার স্বীকার করলেন ফরাসি তারকা।

স্ট্রেট সেটেই ম্যাচ জিতেছেন সুইস কিংবদন্তি। যদিও প্রথম সেটে ফেডেরার সঙ্গে ভয়ঙ্কর লড়াই করেন গ্যাসকোয়েট। খেলা গড়ায় টাইব্রেকারে। যদিও ৭-৬(৭-১) ফলাফলে ওই সেটের মোকিবিলা জেতেন ফেডেরারই। তবে দ্বিতীয় এবং তৃতীয় সেটে ফেডেরারকে সেভাবে টক্কর দিতে পারেননি ফরাসি তারকা। ৬-১ ও ৬-৪ ফলাফলে ম্যাচ জিতে নেন আট বারের উইম্বলডন চ্যাম্পিয়ন। অল ইংল্যান্ড টেনিস ক্লাবে যেটি ফেডেরারের ১০৩তম জয়। তৃতীয় রাউন্ডে ব্রিট ক্যামেরন নোরির মুখোমুখি হবেন সুইস কিংবদন্তি।

One hundred and two miles per hour.

From a Roger Federer overhead.

It can only be a @richardgasquet1 backhand 😍#Wimbledon pic.twitter.com/9X5v7KUOXI

— Wimbledon (@Wimbledon) July 1, 2021

একই দিনের অন্য ম্যাচে উইম্বলডনের দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ স্পেনের কার্লোস আলকারাজ গার্ফিয়ার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে সহজ জয় হাসিল করেছেন। ৬-৪, ৬-১ ও ৬-২ ফলাফলে ম্যাচ জিতেছেন রাশিয়ার তারকা। তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন ক্রোয়েশিয়া মারিন সিলিচ।

What a win for @sorana_cirstea 👏 🇷🇴

The Romanian defeats Victoria Azarenka to advance to the third round, matching her best run at #Wimbledon pic.twitter.com/YSf1HPkds7

— Wimbledon (@Wimbledon) July 1, 2021

অন্যদিকে উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। রোমানিয়ার সোরানা ক্রিস্টির কাছে ৬-৭(৫-৭), ৬-৩, ৬-৪ ফলাফলে হেরে যান ভিক্টোরিয়া। অন্যদিকে স্পেনের সারা সরিবেস তোরমোকে ৭-৫, ৫-৭, ৬-৪ ফলাফলে হারিয়ে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। জিতেছেন আমেরিকার কোকো গাউফও।

More WIMBLEDON News  

Read more about:
English summary
Roger Federer enters into the third round of Wimbledon 2021
Story first published: Friday, July 2, 2021, 0:56 [IST]