সংক্রমণ হ্রাসের ২ মাস পর নতুন করে করোনা কেস বৃদ্ধি ইউরোপে, সতর্ক করল হু

বৃহস্পতিবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা কেস হ্রাস পাওয়ার ২ মাস পর ফের ইউরোপে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছে, যা বেশ উদ্বেগের। হু সতর্ক করে এও জানিয়েছে যে বিশ্ববাসা যদি কোভিড বিধি মেনে না চলে তবে নতুন করোনার ওয়েভ শীঘ্রই আসতে চলেছে।

ইউরোপ হু–এর প্রাদেশিক ডিরেক্টর হান্স ক্লুজ এ প্রসঙ্গে বলেছেন, '‌গত সপ্তাহে, করোনা কেস ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার জন্য দায়ি ভিড়, ভ্রমণ, একসঙ্গে বহু মানুষের জমায়েত ও সামাজিক নিষেধাজ্ঞা শিথিল করে দেওয়া। এক সাংবাদিক সম্মেলনে ক্লুজ আরও বলেন, '‌আমরা যদি শৃঙ্খলা মেনে না চলি তবে হু–এর ইউরোপিয়ান প্রদেশে করোনার নতুন ওয়েভ আসার সম্ভাবনা র‌য়েছে।’‌

ক্লুজ সতর্ক করে জানিয়েছেন যে এই বিপরীত ঘটনার জন্য দায়ি ডেল্টা ভ্যারিয়ান্ট, যা প্রথম ভারতে সনাক্ত হয়, আলফা ভ্যারিয়ান্টকে খুব দ্রুত অতিক্রম করে এবং তা ব্রিটেনে প্রথম চুহ্নিত হয়। ইউরোপের রোগ নিয়ন্ত্রক এজেন্সি ইসিডিসির পরিসংখ্যান মতে আরও সংক্রমক ডেল্টা ভ্যারিয়ান্ট অগাস্টের শেষের দিকে ইউরোপে ৯০ শতাংশ নতুন মামলার কারণ হতে পারে। ক্লুজ আরও জানিয়েছেন যে ডেল্টা ভ্যারিয়ান্ট হয়ত হু–এর ইউরোপিয়ান প্রদেশে প্রভাবশালী স্ট্রেইন হয়ে উঠতে পারে, যা অগাস্টের মধ্যে একাধিক মধ্য এশিয়ার দেশ সহ ইউরোপের ৫৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

হু–এর প্রাদেশিক ডিরেক্টর জানিয়েছে ভ্যাকসিনের চেয়েও এখন বেশি প্রয়োজন দরকারী প্রতিরোধগুলি মেনে চলা। ডেল্টা ভ্যারিয়ান্টের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম ভ্যাকসিন কিন্তু উচ্চ পর্যায়ের প্রতিরোধের জন্য প্রয়োজন ২টি ডোজের। ক্লুজ আনান, হু–এর ইউরোপিয়ান প্রদেশে গড়ে ২৪ শতাংশকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং অর্ধেক বয়স্ক মানুষ ও ৪০ শতাংশ স্বাস্থ্যকর্মী এখনও অসুরক্ষিত। ক্লুজ বলেন, '‌এটি গ্রহণযোগ্য নয় এবং এটি প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮০ শতাংশের টিকাকরণ থেকে অনেক দূরে।’‌

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus infection is on the rise in Europe region again after 2 months