|
স্ত্রীর সঙ্গে বুমরাহের ছবি
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর মধ্যে ৪২ দিনের বিরতি পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এ সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে ঘুরে-বেরিয়ে সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও তাঁর স্ত্রী সঞ্জনা গনেসনের তেমনই এক মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তারকা দম্পতিকে প্রাণখোলা হাসিতে আলোকিত হতে দেখা গিয়েছে। ছবির সঙ্গেই ভাইরাল হয়েছে বুমরাহের লেখা 'স্মাইলিং অ্যাট ইউ' ক্যাপশন।
|
সোশ্যাল মিডিয়ায় নিন্দা
সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনাল হেরেছে ভারতীয় ক্রিকেট দল। দশ দিন যেতে না যেতেই ওই ম্যাচের অন্যতম ফ্লপ মাস্টার জেনারেল জসপ্রীত বুমরাহের এই হাসি দেখে রাগ চেপে রাখতে পারেননি ভারতীয় ক্রিকেট প্রেমীরা। নেটিজেনদের একাংশের প্রশ্ন, ম্যাচ হারের পর এমন চওড়া হাসি ভারতীয় ফাস্ট বোলারের মুখে আসে কোথা থেকে। কেউ কেউ আবার ওই ম্যাচের পারফরম্যান্স তুলে ধরে বুমরাহের দিকেই হাসি ফিরিয়ে দিয়েছেন। নানা ধরনের ব্যাঙ্গাত্মক মিমে ছয়লাপ হয়েছে নেট দুনিয়া। তারই মধ্যে বুমরাহের পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। ভারতীয় ফাস্ট শীঘ্রই ছন্দে ফিরবেন বলে আশাও প্রকাশ করেছেন অনেকে।
ফাইনালে বুমরাহের পারফরম্যান্স
সাউদাম্পটনে হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও উইকেট নিতে পারেননি জসপ্রীত বুমরাহ। ম্যাচের প্রথম ইনিংসে ২৬ ওভার বল করে ৫৭ রান দিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বল করে ৩৫ রান দিয়েছেন বুমবুম।
বুমরাহের কেরিয়ার
ভারতের হয়ে ২০টি টেস্ট খেলা জসপ্রীত বুমরাহ ৮৩টি উইকেট নিয়েছে। একটি হ্যাটট্রিক সহ টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট পাঁচ বার নিয়েছেন ডান হাতি ফাস্ট বোলার। দেশের হয়ে ৬৭টি ওয়ান ডে এবং ৫০টি টি২০ ম্যাচ খেলে যথাক্রমে ১০৮ ও ৫৯ উইকেট নিয়েছেন বুমরাহ।