দোরগোড়ায় তৃতীয় ঢেউ, লকডাউনের মোড়কেই রাজ্যে রাজ্যে জারি হচ্ছে নতুন বিধিনিষেধ

ক্রমশ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমছে। এমতাবস্থায় ডেল্টা ও ডেল্টা প্লাসের মতো ঝুঁকিপূর্ণ করোনা স্ট্রেনের জেরে চৌকাঠে অতিমারীর তৃতীয় ঢেউ। স্বভাবতই আগাম সতর্কতা নেওয়া শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন কৌশলে আরোপিত হচ্ছে লকডাউনের। বন্ধ হচ্ছে এক রাজ্য থেকে অপর রাজ্যে যাতায়াত, কমবেশি ৫০% ক্ষমতায় চলছে সরকারি-বেসরকারি অফিস।

বিবাহ ও শোকসভায় ৫০ জনের জমায়েত

দেশে চালু হচ্ছে নয়া লকডাউন নিয়ম। অধিকাংশ রাজ্যে বন্ধ হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবা। প্রেক্ষাগৃহ,বার ও রেস্তোরাঁয় ৫০% সিট খালি রাখার পাশাপাশি বিবাহ ও অন্ত্যেষ্টিক্রিয়ায় ৫০ জনের কম জমায়েত বাধ্যতামূলক হয়েছে। ঝাড়খণ্ডের ন্যায় রাজ্যে অষ্টমবারের জন্য বর্ধিত হয়েছে লকডাউন। ২২শে এপ্রিল থেকে পয়লা জুলাই পর্যন্ত লকডাউনের আওতায় থাকবে ঝাড়খন্ড।

স্তব্ধ উড়িষ্যা

উড়িষ্যায় ১৫দিনের জন্য বেড়ে গেল লকডাউন। ১৬ই জুলাই সকাল ৫টা পর্যন্ত উড়িষ্যায় লকডাউন বজায় থাকবে। এমতাবস্থায় সমুদ্র তীরবর্তী অঞ্চলের মৎস্যজীবীরা কীভাবে জীবিকানির্বাহ করবেন, সে বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে জনজীবন স্বাভাবিক হল ঝাড়খণ্ডে। প্রেক্ষাগৃহ, বার-রেস্তোরাঁ-মাল্টিপ্লেক্সে ৫০% আসন ফাঁকা রাখা হবে। দোকান খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত।

উত্তরাখণ্ডে খুলে গেল স্কুল

আংশিক লকডাউন চালু হলে নাগাল্যান্ডে। চার্চ সহ অন্যান্য ধর্মস্থান এবং বিবাহ ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েতের অনুমতি নেই নাগাল্যান্ডে। অন্যদিকে অফলাইন পঠনপাঠন চালু হলে অপর এক পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে। বিদ্যালয় খুলে যাওয়ায় স্বভাবতই হাসি ফুটেছে উত্তরাখণ্ডের পড়ুয়া ও অভিভাবকদের মুখে।

মণিপুরের সাত জেলায় বাড়ল লকডাউন

সূত্রের খবর, মণিপুরের ৭টি জেলায় লকডাউন বর্ধিত হল ১০ই জুলাই পর্যন্ত। যদিও জীবনযাত্রা স্বাভাবিক করার উদ্দেশ্যে যতটা সম্ভব ছাড় দেওয়ার লক্ষ্যে এগিয়েছে মণিপুর সরকার। কৃষিকাজ, পশুপালন সহ বেশ কিছু অন্যান্য ক্ষেত্রে সম্পূর্ণ ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি মহাত্মা গান্ধী জাতীয় গ্রাম জীবিকা যোজনা (এমজিএনআরইজিএ) সম্পর্কিত প্রকল্প সহ অন্যান্য সরকারি কর্মকান্ড। সাধারণ মুদিখানার দোকান ও চশমার দোকান খোলা থাকবে বলে খবর সূত্রের।

সশরীরে পড়ুয়ারা হাজির তেলেঙ্গানার স্কুলে

দ্বিতীয় ঢেউয়ের ফিকে হয়ে আসার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সকল রাজ্যই। ব্যতিক্রম নয় তেলেঙ্গানা। আজ থেকে তেলেঙ্গানার সকল বিদ্যালয়ে সশরীরে হাজির হবে পড়ুয়ারা। অন্যদিকে ১০ই জুলাই পর্যন্ত লকডাউন নিয়মবিধি আরোপ করেছে পাঞ্জাব সরকার। ৫০% আসন ফাঁকা রেখে চালু হয়েছে পাঞ্জাবের বার ও পাবগুলি।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Third wave at the doorstep, new restrictions being imposed on states in lockdown manner