জুলাই মাসে কেমন হবে বর্ষার বৃষ্টি? পূর্বাভাসে কী জানাল IMD

জুন মাসে তেমন বর্ষা না হলেও জুলাই মাস নিরাস করবে না। অভয় বার্তা দিল আইএমডি। জুলাই মাসে গোটা দেশে স্বাভাবিক বর্ষার বৃষ্টি হবে। কাজেই ফলন নিয়ে উদ্বেগে থাকতে হবে না চাষীদের। কারণএই তিন মাসের বৃষ্টির উপরেই গোটা দেশের ফলন নির্ভর করে। যদিও আইএমডির পক্ষ থেকে আগেই বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস

জুলাই মাসের শুরুতেই বর্ষা নিয়ে আশার কথা শোনাল আইএমডি। সংস্থার প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন জুলাই মাসে বর্ষার বৃষ্টি আশাজনকই হবে। প্রথম সপ্তাহে সেরকম বৃষ্টি না হলেও জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে বৃষ্টি। এবং সেই বৃষ্টির পরিমানই গোটা মাস ধরে বজায় থাকবে। গোটা দেশেই সেটা হবে বলে জানানো হয়েছে।

পাঞ্জাব-রাজস্থানে জুলাইয়ে কেমন বৃষ্টি

আইএমডির তরফে জানানো হয়েছে আগামী ৫ থেকে ৬ দিন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশে কম বৃষ্টি হবে। বর্ষার বৃষ্টির অপেক্ষায় থাকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ। কৃষি প্রধান দেশ এই তিনটি রাজ্যে। দেশের অন্নভান্ডার বলা হয় এই রাজ্যগুলিকে। রাজস্থানে কম বৃষ্টি হওয়া ভাবিত করেছে আবহাওয়া বিদদের। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে রাজস্থানে যে নিম্নচাপ তৈরি হয় সেটা কমতে শুরু করেছে। তাতেই দেশে বৃষ্টির ঘাটতি দেখা দিচ্ছে।

দিল্লিতে হবে তাপপ্রবাহ

বর্ষার মধ্যেই আবার রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪-৫ দিন রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। হঠাৎ করে বিপরীতমুখী আবহাওয়া তৈরি হওয়ায় বেশ উদ্বেগে রয়েছেন আবহাওয়া বিদরা। বিশেষ করে কানাডার তাপমাত্রা ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে।

বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে

আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গ এবং সিকিমে বৃষ্টি বাড়েবে বলে জানিয়েছে আইএমডি। ১ এবং ২ জুলাই থেকে বিহার, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে। চার জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং অসমে। ইতিমধ্যেই উত্তর বঙ্গে প্রবল বর্ষণ চলছে। আগামী কয়েকদিন সেই বর্ষণ বাড়বে বলে মনে করা হচ্ছে।

More WEATHER News  

Read more about:
English summary
Monsoon rain in July going to be normal predict IMD
Story first published: Thursday, July 1, 2021, 20:53 [IST]