মজাদার গেম
মজাদার এই গেমটির নাম সঙ্গীত ও মাইম। যেখানে কোনও এক প্রতিযোগীর কানে হেড ফোনে তারস্বরে গান চলে। তাঁকে উদ্দেশ করে অন্য প্রতিযোগী কোনও কথা না বলে কেবল ঠোঁট নাড়িয়ে একটি নাম নেন। তুমুল শব্দ ভেদ করে ঠোঁট পড়ে ওই নাম অনুধাবন করতে পারলেই কেল্লা ফতে।
Loud music blaring in your ears 🎶
— BCCI (@BCCI) July 1, 2021
Your teammate miming & mouthing words 🗣️
This guessing game takes a hilarious turn very soon 😄 #TeamIndia #SLvIND
Presenting Music & Mime ft. @SDhawan25 & @PrithviShaw 😎 - by @ameyatilak
Full video 🎥 👇 https://t.co/nzOZEZjeC3 pic.twitter.com/ZxfxDGj1Ok
বিসিসিআইয়ের ভিডিও ভাইরাল
শ্রীলঙ্কা সফররত ভারতীয় দলের অধিনায়ক শিখর ধাওয়ান ও পৃথ্বী শ-এর একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। যেখানে দুই ক্রিকেটারকে সঙ্গীত ও মাইম খেলতে দেখা গিয়েছে। গেমটিতে দুটি কার্ড রাখা হয়েছিল। যার একটিতে ছিল শ্রীলঙ্কা সফরের ক্রিকেটারের নাম। অন্যটিতে খাবারের নাম লেখা ছিল। বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম সঠিকভাবে বলতে পারেন গব্বর। খাবারের নাম বলার ক্ষেত্রেও খুব একটা বেগ পেতে হয়নি পৃথ্বীকে। তবে সঠিক উত্তরের সংখ্যার নিরিখে পৃথ্বীকে হারিয়ে দিয়েছেন ধাওয়ান।
চ্যালেঞ্জিং শ্রীলঙ্কা
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ফলে তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করতে হবে ভারতীয় দলকে। মোকাবিলা যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। বিশেষ করে টি২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সিরিজ যে তরুণ ক্রিকেটারদের কাছে সোপান হতে চলেছে, তাও নিশ্চিত। তবু হাসিখুশি মেজাজেই তাঁরা শ্রীলঙ্কা রওনা হয়েছেন। মজাদার অধিনায়কই তাঁদের সঙ্গী। মুম্বইয়ে ১৪ দিনের নিভৃতবাস শেষ করা শিখর ধাওয়ানরা কলম্বো পৌঁছেও নিস্তার পাননি। সেখানেও তিন দিনের নিভৃতবাসে থাকতে হয়েছে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারদের। শ্রীলঙ্কায় অনুশীলন ম্যাচও খেলার কথা রয়েছে ধাওয়ান বাহিনীর।
ভারত ও শ্রীলঙ্কার টক্কর
আগামী ১৩ জুলাই থেকে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে। ওইদিন সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ১৬ এবং ১৮ জুলাই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ২১ জুলাই দুই দলের মধ্যে টি২০ সিরিজ শুরু হচ্ছে। ২৩ এবং ২৫ জুলাই সিরিজের শেষ দুটি টি২০ ম্যাচ খেলা হবে।