কবে কিনেছিলেন
রোহিত শর্মার ঘনিষ্ট মহলের তরফে জানানো হয়েছে যে ২০১৬ সালের জানুয়ারি মাসে লোনাভালার পাহাড়ে ঘেরা মনোরম পরিবশে ওই বাংলো কিনছিলেন ভারতীয় ক্রিকেটার। মুম্বই থেকে খানিকটা দূরের ওই বাড়িটি কিনতে তখন রোহিতের ৬ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানানো হয়েছে। আচমকা সেই বাড়িটি কেন বিক্রি করলেন রোহিত, তা নিয়ে প্রশ্ন উঠছে।
কত টাকায় বাংলো বিক্রি করলেন রোহিত
৬ কোটি টাকা দিয়ে লোনাভালার ওই বাংলো কিনেছিলেন রোহিত শর্মা। সেটি ৫.২৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ ৬৩২৯ স্কোয়ার ফিট এলাকার ওপর দাঁড়িয়ে থাকা ওই বাংলোটি তিনি ৭৫ লক্ষ টাকা কম দামে বিক্রি করেছেন। বাড়িটি মুম্বইয়ের সুষমা অশোক শারাফ নামে এক ব্যক্তি কিনেছেন বলে জানানো হয়েছে।
কেন এমন করলেন রোহিত
গত পয়লা জুন রোহিতের ওই বাংলোটি বিক্রি হয়ে গিয়ছে বলে খবর। আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন ওই ক্রিকেটার, তা অবশ্য স্পষ্ট নয়। বর্তমানে সপরিবারে ইংল্যান্ড সফরে রয়েছেন হিটম্যান। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে সেভাবে সাড়া জাগাতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে রোহিত নিজের সেরাটা উজাড় করে দেবেন বলে আশা ক্রিকেট প্রেমীদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতের পারফরম্যান্স
সাউদাম্পটনে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে সেভাবে কামাল করতে পারেননি রোহিত শর্মা। ম্যাচের প্রথম ইনিংসে ৩৪ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেছেন হিটম্যান। যদিও গোটা টুর্নামেন্টে ভালই ব্যাটিং করেছেন রোহিত। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন তিনি।