রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ ব্রাত্যর
রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যপালের অপসারণের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে হাওলা দুর্নীতি মামলায়যুক্ত থাকার অভিযোগ জানানো হয়েেছ। তারই মধ্যে বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজভবনে শিক্ষামন্ত্রীকে বেশ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজ্যপাল। দুজনের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আগামিকাল বাজেট অধিবেশন
আগামিকাল থেকে শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন। প্রথম দিনে রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা। প্রথা মেনে রাজ্য সরকারে লিখে দেওয়া ভাষণই পড়বেন রাজ্যপাল না সেটা ফেরত পাঠিয়ে দিয়ে নিজের পছন্দ মতো ভাষণ পড়বেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্য আবার প্রবল বিরোধ তৈরি হয়েছে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের।
রাজ্যপালকে অপসারণের দাবি
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের বিরুদ্ধে ইতিমধ্যেই লোকসভার স্পিকারের কাছে নালিশ ঠুকেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন রাজ্যপাল বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন। যেটা সংবিধান বিরোধী।
রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ
এদিকে আবার রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন । রাজ্যে বিজেপি কর্মীদের উপর নির্মম ভাবে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকী রাজ্যপাল অভিযোগ করেছেন পুলিশ প্রশাসনও শাসক দলের হয়ে কাজ করছে। এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানিয়ে এসেছেন রাজ্যপাল।