ফের বাড়ল করোনা সংক্রমণ
আজ থেকেই গোটা রাজ্যে একাধিক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। আর জুলাই মাসের প্রথম দিনেই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে। কলকাতাকে দৈনিক সংক্রমণের নিরিখে ছাপিয়ে গিয়েছে দার্জিিলং জেলা। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে যেখানে আক্রান্ত হয়েছেন ১২৭ জন। দার্জিলিঙে সেই সংখ্যা ১৩৫। উত্তরবঙ্গের একাধিক জেলায় করোনার সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। করোনা সংক্রমণ বাড়ছে জলপাইগুড়িতেও। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। কোচবিহারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭ জন।
রাজ্যে সংক্রমণে শীর্ষে পশ্চিম মেদিনীপুর
করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে সব জেলাকে ছাপিয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। অর্থাৎ উত্তর ২৪ পরগনার থেকেও বেশি। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। পূর্ব মেদিনীপুরেও আক্রান্তের সংখ্যা কম নয়। ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন একদিনে।
সর্বনিম্ন সংক্রমণ মালদহ এবং পুরুলিয়ায়
করোনা সংক্রমণের নিরিখে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে উত্তর বঙ্গের মালদহ এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া। মালদহে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ জন। পুরুলিয়াতেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৮। রাজ্যের ১২ জেলায় গত ২৪ ঘণ্টায় একটিও মৃত্যুর ঘটনা ঘটেনি করোনা সংক্রমণে। মৃত্যুর সংখ্যার নিরিখেও কলকাতা এবং উত্তর ২৪ পরগনার সঙ্গে পাল্লা দিচ্ছে দার্জিলিং জেলা। তিন জেলাতেই গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৪ জন করে মারা গিয়েছেন।
বিধিনিষেধ শিথিল
আজ থেকেই রাজ্যে একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে সেলুন, বিউটি পার্লার, স্পা। সরকারি-বেসরকারি বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে। চলছে অটো, ট্যাক্সিও। দোকান-বাজার খোলার সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে লোকাল ট্রেন এখনও চালু করা হয়নি।