জুলাইয়ের প্রথম দিনেই উর্ধ্বমুখী বঙ্গে করোনা গ্রাফ, কমেছে দৈনিক মৃতের সংখ্যা

১ জুলাই ডাক্তার দিবসে বঙ্গের করোনা গ্রাফ ফের উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। গতকাল সংখ্যাটা ছিল দেড় হাজারের নীচে। ফের উর্ধ্বমুখী করোনা গ্রাফ উদ্বেগ ধরিয়েছে। তবে আশার কথা গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় েদশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৭ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৯ জন।

ফের বাড়ল করোনা সংক্রমণ

আজ থেকেই গোটা রাজ্যে একাধিক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। আর জুলাই মাসের প্রথম দিনেই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে। কলকাতাকে দৈনিক সংক্রমণের নিরিখে ছাপিয়ে গিয়েছে দার্জিিলং জেলা। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে যেখানে আক্রান্ত হয়েছেন ১২৭ জন। দার্জিলিঙে সেই সংখ্যা ১৩৫। উত্তরবঙ্গের একাধিক জেলায় করোনার সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। করোনা সংক্রমণ বাড়ছে জলপাইগুড়িতেও। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। কোচবিহারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭ জন।

রাজ্যে সংক্রমণে শীর্ষে পশ্চিম মেদিনীপুর

করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে সব জেলাকে ছাপিয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। অর্থাৎ উত্তর ২৪ পরগনার থেকেও বেশি। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। পূর্ব মেদিনীপুরেও আক্রান্তের সংখ্যা কম নয়। ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন একদিনে।

সর্বনিম্ন সংক্রমণ মালদহ এবং পুরুলিয়ায়

করোনা সংক্রমণের নিরিখে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে উত্তর বঙ্গের মালদহ এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া। মালদহে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ জন। পুরুলিয়াতেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৮। রাজ্যের ১২ জেলায় গত ২৪ ঘণ্টায় একটিও মৃত্যুর ঘটনা ঘটেনি করোনা সংক্রমণে। মৃত্যুর সংখ্যার নিরিখেও কলকাতা এবং উত্তর ২৪ পরগনার সঙ্গে পাল্লা দিচ্ছে দার্জিলিং জেলা। তিন জেলাতেই গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৪ জন করে মারা গিয়েছেন।

বিধিনিষেধ শিথিল

আজ থেকেই রাজ্যে একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে সেলুন, বিউটি পার্লার, স্পা। সরকারি-বেসরকারি বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে। চলছে অটো, ট্যাক্সিও। দোকান-বাজার খোলার সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে লোকাল ট্রেন এখনও চালু করা হয়নি।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus update news in West Bengal on 1 July