ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে গিলকে পাচ্ছে কি ভারতীয় দল? খানিকটা স্বস্তিতে কেকেআর

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরে যাওয়ার পর ভারতীয় দলে আরও দুঃসংবাদ আছড়ে পড়ল। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ওপেনার শুভমান গিলকে নাও পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় কিছুটা হলেও চিন্তায় বিরাট কোহলি অ্যান্ড কোং। যদিও গিলের চোটের আপডেট শুনে কিছুটা হলেও আস্বস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে গিল

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন শিন বোনে অর্থাৎ পায়ের হাড়ে চোট পান শুভমান গিল। এ সংক্রান্ত কোনও স্বচ্ছ আপডেট পাওয়া না গেলেও প্রাপ্ত খবর অনুযায়ী আগামী আট মাস অর্থাৎ দুই মাস মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় ওপেনারকে। এর অর্থ আগামী অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারত যে টেস্ট ম্যাচ খেলতে চলেছে, তাতে গিলের অংশ নেওয়ার সম্ভাবনা নেই বলা যেতে পারে। চোটগ্রস্ত তরুণ ওপেনারের পরিবর্তে ভারতীয় দলে অভিমন্যু ঈশ্বরণের অন্তর্ভূক্তিও কার্যত নিশ্চিত বলা চলে। বাংলার অধিনায়ককে ইংল্যান্ড সফরের জন্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল।

আইপিএল খেলবেন কি গিল?

সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়ার কথা অর্ধেক পথ হেঁটে থমকে যাওয়া আইপিএল। সেই টুর্নামেন্টে শুভমান গিল অংশ নিতে পারবেন বলেই মনে করা হচ্ছে। কারণ পুরোপুরি ফিট হতে ভারতীয় ওপেনারের দুই মাস সময় লাগবে বলে জানানো হয়েছে। আইপিএল সেই সময়ের বাইরে গিয়ে পড়ছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাতে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলা চলে।

শুভমান গিলের পরিবর্তে ইংল্যান্ডে ওপেন করবেন কে?

চোটের কারণে শুভমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও প্রথম একাদশ নির্বাচনে টিম ইন্ডিয়াকে খুব বেশি অসুবিধার মধ্যে পড়তে হবে বলে মনে করেননি ক্রিকেট বিশেষজ্ঞরা। দ্বিতীয় ওপেনার হিসেবে ভারতীয় দলের সঙ্গেই যুক্ত রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের প্রথম একাদশে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ হতে পারে কেএল রাহুলের উপস্থিতির জন্য। কারণ এর আগে ভারতের হয়ে টেস্টে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে কর্নাটকী ব্যাটসম্যানের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গিলের পারফরম্যান্স

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি শুভমান গিল। ম্যাচের প্রথম ইনিংসে শুরুটা ভাল করেও ২৮ রান করে তিনি আউট হয় যান। দ্বিতীয় ইনিংসে ৮ রান করে আউট হয়ে যান ভারতীয় ওপেনার।

More SHUBMAN GILL News  

Read more about:
English summary
Shubman Gill will play IPL but miss five match test series against England
Story first published: Thursday, July 1, 2021, 22:30 [IST]