ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে লিখিত অভিযোগ
ঘটনার পরেই কার্যত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্তের দাবি করেছিলেন তিনি। সেই চিঠিতেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে সিবিআই তদন্তের দাবি জানান বিরোধী দলনেতা। এরপরে আজ বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে লিখিত অভিযোগ জানালেন তিনি। ঝটিকা সফরে দিল্লি উড়ে গিয়েছেন শুভেন্দু। অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ষণের সঙ্গেও।
ভ্যাকসিন নিয়ে অ্যাপ!
আলাদা করে রাজ্যের তরফেও একটি অ্যাপ চালু করা হয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হয়েছে। সেই অ্যাপ নিয়েও কেন্দ্রের কাছে নালিশ জানালেন শুভেন্দু। এই অ্যাপ আলাদা করে চালু করা যায় কিনা টা নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার। এই বিষয়ে বিস্তারিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। তাঁকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
রাজ্যের কাছে রিপোর্ট তলব!
ইতিমধ্যে কেন্দ্র হস্তক্ষেপ করেছে কসবা ভুয়ো টিকাকরণ কাণ্ডে। রাজ্যে সরকারের কাছে ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেই রিপোর্ট যাতে জমা দেওয়া যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। ভুয়ো ভ্যাকসিন নিয়ে যাবতীয় তথ্য রিপোর্ট আকারে জমা দেওয়ার কথা বলা হয়েছে।
আরও ভ্যাকসিন দেওয়ার দাবি
বাংলার মানুষের জন্যে আরও ভ্যাকসিন চাইলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কেন্দ্র ইতিমধ্যে একাধিক ভ্যাকসিনের ডোজ দিয়েছে। তবে মানুষ যাতে আরও দ্রুত এই ভ্যাকসিন পায় সেই আবেদন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে রেখেছেন বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন শুভেন্দু।