নির্বাচিত সরকারের পরেও বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে মামলা শীর্ষ আদালতে, মমতা সরকারের বক্তব্য চাইল কোর্ট

বাংলায় চরম আইন-শৃঙ্খলার অবনতি। রাষ্ট্রপতি শাসন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা, সেই মামলাতেই মমতা সরকারের মতামত জানতে চাইল আদালত। একই সঙ্গে কেন্দ্র ও নির্বাচন কমিশনের কাছেও জবাব তলব করা হয়েছে। মামলায় বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পাশাপাশি বিশেষ সিট গঠন করে ভোট পরবর্তী হিংসার তদন্তের দাবি জানানো হয়েছে।একই সঙ্গে আধাসেনা মোতায়েনেও দাবি জানিয়েছেন মামলাকারী।

ভোট পরবর্তী হিংসা বাংলায়

ভোেটর ফলাফল প্রকাশের পর থেকেই বাংলায় ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে। ঘর ছাড়া অসংখ্যা বিজেপি কর্মী সমর্থক। নির্যাতিত হয়েছেন বিজেপির মহিলা কর্মীরা। দলিত ও দুর্বল শ্রেণির মানুষের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। তাঁদের জরিমানা করা হয়েছে। পুলিশের সামনে রাজনৈতিক দলের মদতে দুষ্কৃতিরা তাণ্ডব চালিয়েছে। এমনই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সুপ্রিম কোর্টে মামলা

বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। তার পরে আবার বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। তাতে দাবি করা হয়েছে বাংলায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অবিলম্বে আধাসেনা মোতায়েন করে মানুষকে নিরাপত্তা দেওয়া হোক। এমনকী সিট গঠন করে ভোট পরবর্তী হিংসার তদন্তের দাবি জানানো হয়েছে।যদিও ভোট পরবর্তী হিংসার মামলায় আেই পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট।

মমতা সরকারের মতামত তলব

বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির মামলায় শীর্ষ আদালত মমতা সরকারকে সাড়া দিতে বলেছে। অর্থাৎ মমতা সরকারের এই বিষয়ে বক্তব্য কি তা জানতে চেয়েছে। একই সঙ্গে মোদী সরকার এবং নির্বাচন কমিশনেরও বক্তব্য জানতে চেয়েছে তারা। তবে এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বক্তব্য জানতে চাওয়া হয়নি।

পরিকল্পিত হিংসা

বাংলায় ভোট পরবর্তী হিংসা পরিকল্পিত ভাবে চালানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এমনই রিপোর্ট জমা দিয়েছে বিশেষ কমিটি। তারপরেই আরও ভোট পরবর্তী হিংসা নিয়ে তৎপর হয়েছে বিজেপি। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে সাক্ষাৎ করে বঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশ জানিয়ে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

More SUPREME COURT News  

Read more about:
English summary
SC seeks respond from Mamata government on President rule case
Story first published: Thursday, July 1, 2021, 21:34 [IST]