উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ভারতের সানিয়া, তৃতীয় রাউন্ডে জেরেভ ও ক্রেজসিকোভা

উইম্বলডনের ষষ্ঠ বাছাই জুটিকে হারিয়ে মহিলাদের ডবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছল ভারতের সানিয়া মির্জা ও আমেরিকার বিথাইন মাটেক-স্যান্ডস জুটি। পুরুষদের সিঙ্গলসের টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। সবমিলিয়ে ঘাসের কোর্টে সবকটি ম্যাচই যে উপভোগ্য হয়ে উঠছে, তা অনায়াসে বলে দেওয়া যায়।

উইম্বলডনের প্রথম রাউন্ডে আমেরিকার দেসিরে ক্রাউকজিক ও চিলির আলেক্সা গুয়ারচি জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সানিয়া মির্জারা। প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে ইন্দো-মার্কিনি জুটি। তবে সেটে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পাঁচটি গেম জেতে সনিয়া ও মাটেক-স্য়ান্ডসের প্রতিপক্ষ জুটি। সাতটি গেম জেতে ইন্দো-মার্কিনি জুটি। ম্যাচের দ্বিতীয় সেট জিততে খুব একটা সমস্যায় পড়তে হয়নি সানিয়াদের। ৬-৩ গেমে প্রতিপক্ষকে কার্যত গুড়িয়ে দেন তাঁরা।

অন্যদিকে টুর্নামেন্টের পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত জয় হাসিল করেছেন জার্মানির আলেকজন্ডার জেরেভ। আমেরিকার টেনিস স্যান্ডগ্রেনে স্ট্রেট সেটে হারিয়েছেন প্রতিযোগিতার চতুর্থ বাছাই। প্রথম সেটে দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৭-৫ গেমে মোকাবিলা জেতেন জেরেভ। দ্বিতীয় সেটে প্রতিপক্ষের ৩টি সার্ভিস ব্রেক করেন জার্মান তারকা। ৬-২ গেমে মোকাবিলা জেতেন। তৃতীয় সেটেও ৬-৩ গেমের অনায়াস জয় পান জেরেভ। বুধবার জার্মানির অস্কার ওটের সঙ্গে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াই জিতে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন অ্যান্ডি মারে।

অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা। জার্মানির আন্দ্রিয়া পেতকোভিচকে তিনি ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন। অস্ট্রেলিয় ওপেন ও ফরাসি ওপেনের পর চলতি বছরের উইম্বলডন খেতাব হাসিল করাই ক্রেজসিকোভার লক্ষ্য। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা।

More SANIA MIRZA News  

Read more about:
English summary
Sania Mirza and Mattek-Sands pair enter into the 2nd round of Wimbledon 2021