কপিল থেকে গাভাসকর সহ রয়েছেন কিংবদন্তিরা, রূপালি পর্দায় মুখ দেখানো ক্রিকেটারদের চিনে নিন

বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক চিরন্তন। ভারত এবং বিদেশের বহু ক্রিকেটারের বলিউড অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক, বিয়ে আজ আর নতুন কিছু নয়। একই ভাবে রূপালি পর্দায় ক্রিকেটারদের মুখ দেখানোটাও এখন গা সওয়া হয়ে গিয়েছে বি টাউনে। সেই আবহেই এ সংক্রান্ত এক তালিকার দিকে নজর ফেরানো যাক।

সুনীল গাভাসকর

টেস্ট ক্রিকেটের সর্বপ্রথম দশ হাজার রান পূর্ণ করা সুনীল গাভাসকর অনেক ক্রিকেটারেরই আইকন। সেই তিনিই আবার রূপালি পর্দাতেও সমানভাবে সাবলীল। একটি নয়, বরং দুটি সিনেমার অভিনয় করতে দেখা গিয়েছে লিটল মাস্টারকে। মারাঠি সিনেমা সাভলি প্রিমাচির হাত ধরে বড় পর্দায় প্রথম মুখ দেখা গিয়েছিল গাভাসকরের। নাসিরুদ্দিন শাহ অভিনীত ১৯৮৮ সালের মালামাল সিনেমায় কিংবদন্তি ক্রিকেটারকে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

অজয় জাদেজা

নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেটকে সম্বৃদ্ধ করা অজয় জাদেজার নামও রয়েছে এই তালিকায়। যিনি ২০০৩ সালের হিন্দি সিনেমা 'খেল'-এ অভিনয় করেছিলেন। এরপরই ক্রিকেট থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়ে ধারাভাষ্য এবং বিশ্লেষণের দিকে ঝুঁকেছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান।

কপিল দেব

যে নামটার সঙ্গে জুড়ে রয়েছে ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের আবেগ, সেই কপিল দেবকে সাবলীলভাবেই রূপালি পর্দায় সাড়া জাগাতে দেখা গিয়েছে। কিংবদন্তি ক্রিকেটার তিনটি হিন্দি সিনেমার মুখ দেখিয়েছেন। যার একটি শ্রেয়স তালপাড়ে অভিনীত ইকবাল। সলমন খান, অক্ষয় কুমার অভিনীত মুঝসে শাদি কারোগি সিনেমাতেও মুখ দেখিয়েছিলেন হরিয়ানা হ্যারিকেন। কপিল অভিনয় করেছিলেন স্ট্যাম্পড সিনেমাতেও।

যোগরাজ সিং

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা লিজেন্ড যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং রূপালি পর্দায় বেশ পরিচিত নাম। কেরিয়ারে ৩০টি পাঞ্জাবী ও ১০টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন যোগরাজ। ফারহান আখতার অভিনীত ভাগ মিলখা ভাগ সিনেমা যার মধ্যে অন্যতম।

যুবরাজ সিং

ভারতের ২০০৭ সালের টি২০ ও ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং সিনেমাতেও অভিনয় করেছেন। বাবা যোগরাজ সিংয়ের ছত্রছায়ায় বেশ কয়েকটি পাঞ্জাবী সিনেমায় যুবিকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

সলীল আঙ্কোলা

ভারতীয় দলে খেলার সুযোগ পেয়ে সেভাবে সাড়া জাগাতে ব্যর্থ হওয়া প্রাক্তন ফাস্ট বোলার সলীল আঙ্কোলা ছোট এবং বড় পর্দায় সুনামের সঙ্গে অভিনয় করেছেন। কুরুক্ষেত্র, চুরালিয়া হ্যায় তুমনের মতো হিট হিন্দি সিনেমায় মুখ দেখিয়েছেন সলীল। অভিনয় করেছেন চাহাত অউর নফরতের মতো জনপ্রিয় ধারাবাহিকে।

সচিন তেন্ডুলকর

১০০টি আন্তর্জাতিক শতরান সহ একাধিক রেকর্ডের মালিক সচিন তেন্ডুলকর রূপালি পর্দাতেও আলোড়ন তুলেছেন। মাস্টার ব্লাস্টারের জীবনী নিয়ে নির্মিত সিনেমা বিশ্বের ২ হাজার থিয়েটারে সাড়া জাগিয়েছিল।

ব্রেট লি

আর কয়েক দিনের মধ্যে ইন্দো-অস্ট্রেলিয়ান সিনেমা আনইন্ডিয়ানে অভিনয় করতে দেখা যাবে ব্রেট লিকে। অনুপম শর্মার ওই সিনেমায় তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সুপ্রিয়া পাঠকের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন। প্রাক্তন অজি ফাস্ট বোলার এর আগেও সিনেমায় নিজের মুখ দেখিয়েছেন।

মহসীন খান

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহসীন খানের বলিউড ডেবিউ হয়েছিল ১৯৮৯ সালে। জেপি দত্ত পরিচালিত ধর্মেন্দ্র, বিনোদ খান্না অভিনীত বাটওয়ারা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। সঞ্জয় দত্তের সঙ্গে ফতেহ এবং আদিত্য পাঞ্চালির সঙ্গে সাথী সিনেমায় মুখ দেখিয়েছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার।

সেলিম দুরানি

ভারতের প্রাক্তন অল-রাউন্ডার সেলিম দুরানি বাইশ গজের পাশাপাশি রূপালি পর্দাতেও আলোড়ন তুলেছিলেন। এক সময়ের হার্টথ্রব পারবীন বাবির বিপরীতে চরিত্র সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল সেই সিনেমা।

শেন ওয়ার্ন

খুব শীঘ্রই বলিউডে অভিষেক হতে চলেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার শেন ওয়ার্নের। একথা নিজে মুখে জানিয়েছেন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক।

More KAPIL DEV News  

Read more about:
English summary
Cricketers who have acted in films, check out the list