শ্রীলঙ্কায় নিভৃতবাস শেষ হতেই সুইমিং পুলে হাসিখুশি শিখর-হার্দিক-ভুবিরা, ছবি ভাইরাল

শ্রীলঙ্কার ক্রিকেট খেলতে যাওয়া ভারতীয় ক্রিকেট দলের নিভৃতবাস শেষ হয়েছে। এবার অনুশীলনে নামবে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন দল। তার আগে হোটেলের সুইমিং পুলে হাসিখুশি মেজাজে ধরা দিলেন হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমাররা। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

একত্রে টিম ইন্ডিয়া

মুম্বইয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে শ্রীলঙ্কায় তিন দিনের আইসোলেশনে কাটাতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। তিন দিন পর সেই কড়া বিধি থেকে রেহাই পেয়েছেন শিখর ধাওয়ানরা। শ্রীলঙ্কার হোটেলের সুইমিং পুলে হাসিখুশি মেজাজে ভারতীয় ক্রিকেটারদের একত্রে স্নান করতে দেখা গিয়েছে। নীল জলে দাঁড়িয়ে দলগত ছবিও তুলেছেন হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালরা। বিসিসিআইয়ের সৌজন্যে সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবিতে বাংলার ফাস্ট বোলার ইশান পোড়েলকেও দেখা যাচ্ছে।

পান্ডিয়ার স্মৃতিমেদুর পোস্ট

একই দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হার্দিক পান্ডিয়ার এক পোস্ট। এক ভিডিও-তে ভারতীয় অল রাউন্ডারকে কোনও এক ম্যাচে ছক্কার পর ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে। ভিডিওটি যে এখনকার নয়, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। বাড়তি তথ্য আমদানি করতে পান্ডিয়া জনিয়েছেন যে ম্যাচটি ২০১১ সালের। সেদিনের বালক আজ পরিণত ক্রিকেটার। তিনি করে দেখাতে পারলে, বাকিরাও পারবেন বলে মনে করেন হার্দিক।

ভারতের শ্রীলঙ্কা সফর

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ফলে তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করতে হবে ভারতীয় দলকে। মোকাবিলা যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। বিশেষ করে টি২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সিরিজ যে তরুণ ক্রিকেটারদের কাছে সোপান হতে চলেছে, তাও নিশ্চিত।

ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি

আগামী ১৩ জুলাই থেকে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে। ওইদিন সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ১৬ এবং ১৮ জুলাই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ২১ জুলাই দুই দলের মধ্যে টি২০ সিরিজ শুরু হচ্ছে। ২৩ এবং ২৫ জুলাই সিরিজের শেষ দুটি টি২০ ম্যাচ খেলা হবে। তার আগে ওই দেশে ভারতীয় ক্রিকেট দলের বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলার কথা।

ছবি সৌ: বিসিসিআই/টুইটার

More BCCI News  

Read more about:
English summary
Indian cricketers come out from the quaratine in Sri Lanka before start to play cricket