শত্রু'র ঘুম কাড়তে সীমান্তে সজাগ থাকবে ভারতের Anti-Drone System! কীভাবে কাজ করবে এই সমরাস্ত্র

জঙ্গিদের হাতে নয়া অস্ত্র! সীমান্তের ওপারে বসে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার ছক জঙ্গিদের। গত রবিবার ভারতীয় বায়ুসেনা ছাউনি টার্গেট করে একের পর এক বোমা নিক্ষেপ করা হয় ড্রোনের সাহায্যে। মাত্র ছয় মিনিটের ব্যবধানে একাধিক বোমা নিক্ষেপ করা হয়।

বোমাগুলি বায়ুসেনার ঘাঁটির উপর পড়লে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুই আধিকারিকও এই ঘটনাতে গুরুতর আহত হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জম্মু কালুচক সেনা ছাউনির উপর ড্রোন উড়তে দেখা যায়। সীমান্তবর্তী এলাকাগুলিতে থাকা সেনা ছাউনিতে একের পর এক ড্রোন ওড়ার খবর সামনে আসছে।

ফলে এই মুহূর্তে সেনা বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে সীমান্তে। সেনা ছাউনিগুলিতেও রয়েছে হাই অ্যালার্ট। ড্রোন বা এই ধরনের কোনও জিনিস সামনে আসলেই গুলি করে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এভাবে সীমান্তের ওপারে বসে যেভাবে জঙ্গিরা ড্রোন হামলা চালাচ্ছে তা দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। এমনটাই মনে করছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞরা।

আর তাই কীভাবে এই ড্রোন হামলার হাত থেকে দেশের সামরিকঘাঁটিগুলিকে বাঁচানোটাই এখন বড় টার্গেট। ইতিমধ্যে অমিত শাহ, রাজনাথ সিংয়ের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।

ইতিমধ্যে এনএসজিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। পুরো ঘটনার উপর নজর রাখছে ন্যাশানাল সিকিউরিটি গার্ড।

সীমান্তে বসানো হতে পারে Anti-Drone System

যেভাবে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেদিকে তাকিয়ে এবার আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে সেনাবাহিনী। জানা যাচ্ছে, খুব শিঘ্রই Anti-Drone System মোতায়েন করতে চলেছে সেনাবাহিনী। খুব শিঘ্রই সিমান্তে এই সিস্টেম বসাতে সবুজ সঙ্কেত দিতে পারে প্রতিরক্ষামন্ত্রক। দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও অত্যাধুনিক এই Anti-Drone System গুলিকে আরও অত্যাধুনিকভাবে তৈরি করেছে। সেটিকে সিমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ড্রোন হামলা ঠেকাতে Anti-Drone System যুগান্তকারী আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের।

Anti-Drone System এর কাজ কি?

ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে এই সিস্টেম ব্যবহার করতে শুরু করে দিয়েছে। যে কোনও ধরনের ড্রোন হামলা অত্যাধুনিক এই সিস্টেম রুখে দিতে পারে। আর বিস্তারিতভাবে ব্যাখ্যা করলে এই সিস্টেমের র‍্যাডারের মধ্যে যদি কোনও অজানা বস্তু কিঙ্গা ড্রোন জাতীয় জিনিস চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমে অজানা বস্তুটিকে ডিটেক্ট করবে এরপর মুহূর্তের মধ্যে সেটিকে ধ্বংস করে দিতে পারে এই সিস্টেম। শুধুমাত্র একটা লেসারেই শত্রুপক্ষের ছক ভেস্তে দিতে পারে এই সিস্টেম। এই সিস্টেম 360-degree ঘুরতে পারে।

৩ দূরে থাকা ড্রোনকে ধ্বংস করতে পারে

এই সিস্টেম এতটাই শক্তিশালী এবং আধুনিক যে এই সিস্টেমের র‍্যাডারের মধ্যে ঢুকলেই মুহূর্তে খতম শত্রুপক্ষের ড্রোন। তিন কিলোমিটার দূরে থাকা ড্রোন কিংবা যে কোনও অজানা বস্তু উড়তে থাকলে এই সিস্টেম সেটিকে ডিটেক্ট করে নেবে। ১ থেকে আড়াই কিলোমিটার লেসারের রেঞ্জ তা ছুঁড়ে ধ্বংস করে দেওয়া যাবে। Electro-optical/infrared (EO/IR) সেন্সর সিস্টেম ড্রোন ডিক্টেট করতে সক্ষম। আর এর মধ্যে আরও একটি বিশেষ বৈশিষ্ট রয়েছে। যা যে কোনও ধরনের কমিউনিকেশনকেও নষ্ট করে দিতে পারে। এই সিস্টেম এবার ভারত-পাকিস্তান সীমান্তে বসতে চলেছে।

More DRONE News  

Read more about:
English summary
India to give go a head for installation of DRDO’s Anti-Drone System