আজ থেকে বাস চালানোর অনুমতি দেওয়া হয়
আজ বৃহস্পতিবার থেকে বাস চালানোর অনুমতি দেওয়া হয়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস এবং মিনিবাস চালানোর ছাত্রপত্র দেওয়া হয়। কার্যত দেড় মাস পর এই বাস চালানোর ছাত্রপড় মেলে। কিন্তু প্রথম দিনেই শহরের বুকে কার্যত ভয়াবহ দুর্ঘটনা। একেবারে ফোর্ট উইলিয়মের দেওয়ালে ধাক্কা মেরে ঢুকে গেল আস্ত একটা মিনিবাস। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, এক বাইক চালককে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। কারোর মতে, বাসের চালক মদ্যপ অবস্থাতেই গাড়ি চালাচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা।
মৃত এক
ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ওই ব্যক্তি কলকাতা পুলিশের আধিকারিক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, মেটিয়াবুরুজ-হাওড়া রুটের মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক বাইক চালককে ধাক্কা মারে। এমন ভাবে পিছন থেকে ধাক্কা মারে বাসের চাকার তলাতেই আটকে যায় ওই বাইক আরোহীর দেহ। আটকে যায় ওই যাত্রীর বাইকও। প্রথমে ওই বাইক আরোহীর পরিচয় পাওয়া যায়নি। এরপর বাইকে থাকা কলকাতা পুলিশের স্টিকার থেকে জানা ওই বাইক আরোহী কলকাতা পুলিশের এক আধিকারিক।
বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
ভয়াবহ এই দুর্ঘটনার পর গোটা বাসটি দুমরে গিয়েছে। বসার সিট থেকে শুরু করে সব কিছু তছনছ অবস্থা। জানা যাচ্ছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কারোর হাত ভেঙে গিয়েছে তো কারোর মাথা ফেটেছে। এই মুহূর্তে বাসে থাকা ১২ জনের চিকিৎসা চলছে। জানা যাচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানার জন্যে ফরেন্সিক পরীক্ষা করা হবে। এছাড়াও বাসের মেকানিক্যাল টেস্টও করা হবে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই উদ্ধারকাজে নামে সেনাবাহিনীর জওয়ানরাও। বাসে আটকে থাকা যাত্রীদের দ্রুত বার করে নিয়ে আসা হয়।