কোন ছ'টি দেশে মিলবে গ্রিন পাস?
ইউরোপিয় ইউনিয়নের সাতটি দেশ, অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রীস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্পেন ও সুইজারল্যান্ড ভ্রমণের জন্য এবার ভারতের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন সার্টিফিকেটকে মান্যতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
কী এই গ্রিন পাস?
করোনার দ্বিতীয় ঢেউ সবচেয়ে বেশি আছড়ে পড়েছে ভারতের উপর৷ স্বভাবতই সারা বিশ্বের বিভিন্ন দেশগুলি ভারত থেকে তাদের দেশে প্রবেশের জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা জারী করেছে৷ কোথাও বাধ্যতামূলক হয়েছে ১৫ দিনের কোয়ারেন্টাইন। সম্প্রতি এই নিষেধাজ্ঞা ও কোয়ারেন্টাইন এড়ানোর জন্য গ্রিন পাস চালু করেছে বেশ কিছু দেশ। গ্রিন পাস, পাওয়ার প্রথম শর্তই হল ভ্যাকসিন নিয়ে রাখা। এতদিন গ্রিন পাস পাওয়ার তালিকায় শুধুমাত্র ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সিভুক্ত ভ্যাকসিনগুলি ছিল৷ এবার এই তালিকায় যোগ হল সিরাম ল্যাবরেটরির 'কোভিশিল্ডও'
গ্রিন পাসের জন্য কিভাবে নিতে ভ্যাকসিন সার্টিফিকেট?
কো-উইন অ্যাপের মাধ্যমে রেজিস্টার করে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরই ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যাবে৷ বিদেশে ভ্রমণের সময় এই সার্টিফিকেট দিয়ে গ্রিন পাস, পাওয়ার জন্য আবেদন করতে হবে৷
কোভ্যাকসিনকেও 'গ্রিন পাস'-এর জন্য ছাড়ার আবেদন ভারতের
কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাকসিন সার্টিফিকেটকেও গ্রিন পাসে-র আওতায় আবার জন্য অনুরোধ করেছে ভারত। ভারত বায়োটেকের এই ভ্যাকসিন করোনার থ্রিপল মিউটেন্ট ডেল্টা স্ট্রেনের সংক্রমণ রোধে প্রায় ৮০ শতাংশ কাজ করে বলে আমেরিকার হেল্থ ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্প্রতি একটি গবেষণাপত্রে জানানো হয়েছে৷