১ জুলাই থেকে সারা দেশে বাড়তে চলেছে 'আমূল' দুধের দাম

আরও দামী হল দুধ। প্রসঙ্গত, আমূল ব্র্যান্ডের বিজ্ঞাপনে বলা হয়ে থাকে 'আমূল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া'। এবার এই 'টেস্ট অফ ইন্ডিয়া'র ট্যাগ লাইন ধরে রাখা সংস্থার দুধের দাম বেড়ে যাচ্ছে। এদিন একথা ঘোষণা করে আমূল।

বাড়ছে আমূল দুধের দাম!

এবাল লিটার প্রতি ২ টাকা করে বেড়ে যাচ্ছে আমূল দুধের দাম। দেশের সমস্ত শহরেই লিটার প্রতি দুধের দাম বাড়াচ্ছে সংস্থা। প্রসঙ্গত, দেশ ইতিমধ্যেই জ্বালানির দাম বাড়ছে। সেই পরিস্থিতিতে পাল্লা দিয়ে বেশ কিছু জিনিসপত্রের দাম বাড়তে দেখা যাচ্ছে।

আমূল কেন বাড়াতে বাধ্য হল দাম?

মূলত, আমূল সংস্থা জানিয়েছে যেভাবে দ্রব্যমূল বৃদ্ধি পাচ্ছে তাতে তাদের 'ইনপুট কস্ট' বাড়ছে। তাতে দুধের দাম বাড়তে সুরু করেছে। ওদিকে আমূলের দুধের দাম লিটারে ২ টাকা বাড়লে মেক্সিমাম রিটল প্রাইসে ৪ শতাংশ বাড়ছে।

কোন প্যাকেটের কত দাম?

এদিকে, আমূলের দুধের আমূল গোল্ড ৫০০ এমএল প্যাক ২৯ টাকা হল, আমূল তারা এর ৫০০ এমএল প্যাক ২৩ টাকা হয়েছে। আমূল শক্তির এমএল প্যাক ২৬ টাকা হচ্ছে। প্রসঙ্গত, দেড় বছর বাদে আমূলের দুধের দাম বাড়ল।

'আমূল' কী জানিয়েছে?

আমূলের তরফে জানানো হয়েছে যেভাবে ইনপুট কস্ট, যানবাহানের খরচ খরচা বেড়েছে তাতে এই দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা। এছাড়াও যাঁরা দুধ উৎপাদন করেন তাঁদের উৎসাহ দানেও এই মূল্যবৃদ্ধি সাহায্য করবে বলে জানিয়েছে সংস্থা ।

More MILK News  

Read more about:
English summary
Amul milk price rise, High input cost blamed for hike
Story first published: Wednesday, June 30, 2021, 21:19 [IST]