দাঁত ফোটালেও বাণিজ্যনগরীতে বিশেষ শক্তি বৃদ্ধি করতে পারবে না করোনার তৃতীয় ঢেউ, কিন্তু কেন?

করোনা পর্বের শুরু থেকে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল মহারাষ্ট্র। এমনকী দ্বিতীয় পর্বের সংক্রমণেও সমস্ত রাজ্যের মধ্যে শীর্ষে ছিল এই রাজ্য। এমনকী মৃতের সংখ্যাও সমস্ত রাজ্যের থেকে অনেক বেশই। এদিকে গোটা রাজ্যের মধ্যে সর্বাধিক উদ্বেগ বাড়িয়েছে মুম্বই। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত মুম্বইয়ের ৮০ শতাংশ বাসিন্দাই করোনার ছোঁয়াচে এসেছেন।

আর ঠিক এই কারণেই তৈরি হয়েছে গোষ্ঠী প্রতিরোধ। তাই দেশের অন্যত্র তৃতীয় ওয়েভের কারণে করোনার বাড়বাড়ন্ত দেখা গেলেও এই যাত্রায় রক্ষা পাবে মুম্বই। এমনটাই মনে করছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা টিআইএফআর-এর সমীক্ষা। অন্যদিকে বাকি ২০ শতাংশ জনতা যারা এখনও করোনা সংস্পর্শে আসনেননি তাদের টিকাকরণও প্রায় শেষের পথে বলে জানা যাচ্ছে।

এমতাবস্থায় ফের করোনা হানা দিলেও মুম্বইয়ের অবস্থা খুব একটা মারাত্মক হবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা। তবে পুনঃ সংক্রমণের সম্ভাবনাকে একদমই উড়িয়ে দিচ্ছেন না তারা। আর এই ক্ষেত্রে ডেল্টা প্লাসের চোখ রাঙানিকেই মূলত ভয় পাচ্ছেন সকলে। সেই ক্ষেত্রে ৮০ শতাংশ মানুষ যারা করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের মধ্যে ১০ শতাংশ পুনরায় করোনার কবলে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধ করছে কোভ্যাকসিন করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধ করছে কোভ্যাকসিন

প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ ৫১ হাজারের কিছু বেশি। মারা গিয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৮০৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৮ লক্ষ ৯ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৫ জন। গত ৭ দিনে মহারাষ্ট্রে গড়ে করোনার কবলে পড়েছেন ৯ হাজারের বেশি মানুষ। সেখানে মুম্বইয়ে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ২১ হাজার ৫১৬।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
third wave of corona will not be able to increase special power in mumbai but why