১ জুলাই থেকে বদলে যাচ্ছে ভ্যাকসিন কেনার নিয়ম, কী করতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে

করোনা ভ্যাকসিন গোটা দেশে একাধিক দুর্নীতি চলছে। তাতে রাশ টানতেই ভ্যাকসিন কেনা নিয়ে এবার নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র। ১ জুলাই থেকেই গোটা দেশে জারি হবে সেই নিয়ম। বেসরকারি হাসপাতালগুলি আর আর করোনা টিকা কিনতে পারবে সরাসরি। কত করোনা টিকা তাঁরা চান সেটা কো উইন অ্যাপে জানাতে হবে।

সরাসরি ভ্যাকসিন কেনা যাবে না

বেসরকারি হাসপাতাল গুলি আর সরাসরি প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকে করোনা টিকা কিনতে পারবেন না। ১ জুলাই থেকে গোটা দেশে লাগু হচ্ছে এই নিয়ম। তাতে বলা হয়েছে বেসরকারি সংস্থাগুলিকে কো ইউইন অ্যােপ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে জানাতে হবে কত ভ্যাকসিন তাদের প্রয়োজন। তবেই প্রস্তুতকারী সংস্থা তাদের চাহিদা মতো ভ্যাকসিন পাঠাবে।

সরকারের অনুমোদন প্রয়োজন নেই

কো ইউন অ্যাপে রেজিস্ট্রেশন করলেই যে ভ্যাকসিনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন হবে তা নয়। একটি সুশৃঙ্খল হিসেব রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কত টিকা বেসরকারি সংস্থাগুলিতে প্রয়োজন হচ্ছে তার হিসেব থাকবে এখানে। টাকা দেওয়ার পর চাহিদা মতো বেসরাকারি সংস্থাগুলিকে টিকা বণ্টন করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

চাহিদার পরিমান বেধে দেওয়া হয়েছে

যত খুশি করোনা টিকার বরাত দিতে পারবে না বেসরকারি সংস্থাগুলি। ২ গুন মতো চাহিদা বাড়ানো যাবে তার বেশি বাড়ানো যাবে না। অর্থাৎ ৭ দিন হিসেবে ধরা হয় তাহলে ১০ থেকে ১৬ দিন পর সেই বরাদ ফের দেওয়া যাবে। ইতিমধ্যেই দেশের একাধিক সংস্থা কো উইন অ্যাপে নিজেদের রেজিস্ট্রেশন করে ফেলেছেন।

করোনা টিকা দুর্নীতি

একাধিক জায়গায় করোনা টিকা দুর্নীতির অভিযোগ উঠেছে। তার সঙ্গে করেনা টিকা পর্যাপ্ত না মেলারও অভিযোগ উঠেছে। তারপরেই তৎপর হয়েছে কেন্দ্র। যদিও দেশে করেনা টিকার উৎপাদন বাড়ানো হয়েছে অনেকটাই। তাই নিয়ে তৎপর কেন্দ্রও।

More CORONA VACCINE News  

Read more about:
English summary
Private hospitals can not buy Coronavaccine directly from makers new rule from 1 July
Story first published: Wednesday, June 30, 2021, 15:48 [IST]