মুখবন্ধ খামে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট হাইকোর্টে জমা দিল কমিশনের বিশেষ প্রতিনিধি দল

ভোট পরবর্তী হিংসা নিয়ে গত কয়েকদিন আগে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। এমনকি রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। কার্যত এরপরেই পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ কমিটি গঠনের নির্দেশ দেয়। সেই মতো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র সাত সদস্যের প্রতিনিধিদল গঠন করে দিয়েছেন।

এই দলটির নেতৃত্বে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য রাজীব জৈন। গত কয়েকদিন আগেই রাজ্যে আসে এই দল। বিভিন্ন জায়গাতে এই কমিটি ঘুরে রিপোর্ট জমা দিল কলকাতা হাইকোর্টে!

মুখবন্ধ খামে জমা পড়ল রিপোর্ট

মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল গত কয়েকদিন ধরে ভোট পরবর্তী হিংসা হয়েছে এমন বহু জায়গাতে ঘিরে দেখেছে। আর এরপরেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার শুনানিতে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বৃহত্তর বেঞ্চে জানান, ‘‘গত ২৪ জুন কমিশনের একটি প্রতিনিধি দল কলকাতায় আসে। তার পর সেখান থেকেই ৫-৬টি দলে ভাগ হয়ে তাঁরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।'' এরপরেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

তবে আদালতের কাছে অতিরিক্ত সময়ের দাবি!

তবে বুধবার আদালতে যে খামে রিপোর্ট জমা পড়েছে তা অসম্পূর্ণ বলে দাবি কমিশনের। শুনানিতে মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে যে, একাধিক এমন এলাকা রয়েছে যেখানে ভোট পরবর্তী হিংসার কথা বলা হয়েছে। সেখানে যাওয়ার সময় প্রতিনিধি দল পায়নি। আর সেই কারণে অসম্পূর্ণ রিপোর্ট এটি। পূর্ণাং রিপোর্ট জমা দেওয়ার জন্যে আদালতের কাছে আরও একটু সময় চেয়ে নেন কমিশন। যদিও এদিন যে রিপোর্ট জমা পড়েছে তা পড়তে কিছুটা সময় লাগবে বলে জানায় কলকাতা হাইকোর্ট।

প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ!

প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মামলকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের। যাদবপুরে ভোট পরবর্তী হিংসার ঘটনা পরিদর্শন করতে গিয়ে মানবাধিকার কমিশনের আধিকারিকদের বিক্ষোভের মধ্যে পড়তে হয় বলে এদিন আদালতে অভিযোগ করেন মামলাকারী আইনজীবী। এমনকি প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা এই বিষয়ে নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁর। যদিও এই বিষয়ে মামলাকারী আইনজীবীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সরকারি আইনজীবী। ২রা জুলাই ফের এই সংক্রান্ত মামলার শুনানি।

More CALCUTTA HIGH COURT News  

Read more about:
English summary
national human rights commission submite post poll violence report at calcutta high court