চেক বই কিংবা টাকা তুলতে দিতে হবে বাড়তি টাকা! নিয়মে রদবদল স্টেট ব্যাঙ্কের

বেশ কিছু নিয়মে বদল আনতে চলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ১ লা জুলাই থেকে একগুচ্ছ নিয়মে রদবদল করছে এই ব্যাঙ্ক।

যার মধ্যে গুরুত্বপূর্ণ টাকা তোলা। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এবার অতিরিক্ত টাকা খরচ করতে হবে এসবিআইয়ের গ্রাহকদের।

এই অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য

এছাড়াও চেক বই পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নিয়মে রদবদল করা হয়েছ। প্রাথমিক ভাবে পরিবর্তিত এই নিয়ম Basic Savings Bank Deposit (BSBD) এই অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ব্যাঙ্কের তরফে ইঙ্গিত, আগামিদিনে সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রেম বদল আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

টাকা তোলার ক্ষেত্রে দিতে হবে বাড়তি চার্জ

Basic Savings Bank Deposit (BSBD)-অ্যাকাউন্ট হোল্ডারদের এই বাড়তি টাকা দিতে হবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে এই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা প্রতি মাসে চার বার বিনামূল্যে টাকা তোলার সুবিধা পাবেন। আর সেই সুবিধা শেষ হয়ে যাওয়ার পর গ্রাহককে অতিরিক্ত টাকা গুনতে হবে। এটিএম কিংবা ব্যাঙ্কের শাখা থেকে প্রতিটা বাড়তি লেনদেনের জন্য ১৫ টাকা করে দিতে হবে।

ভ্যালু-অ্যাডেড সার্ভিসের জন্যে বাড়তি টাকা

এছাড়াও অতিরিক্ত ভ্যালু-অ্যাডেড সার্ভিসের জন্যে প্রতি মাসে ৭৫ টাকা করে গুনতে হবে। তবে এসবিআই অথবা অন্য ব্যাঙ্কের শাখায় নন-ফিনান্সিয়াল লেনদেনের জন্য কোনও চার্জ দিতে লাগবে না। এমনকি টাকা ট্রান্সফারের ক্ষেত্রেও কোনও টাকা দিতে হবে না।

চেক বইয়ের জন্যেও দিতে হবে চার্জ

এবার থেকে আর চেক বই বিনামূল্যে পাওয়া যাবে না। এর জন্যেও টাকা গুনতে হবে। প্রথম ১০টা চেক বই একেবারে বিনামূল্যে দেওয়া হবে। এরপর চেক বই পেতে দিতে হবে বাড়তি টাকা। যেমন ১০টি চেক পাওয়ার ক্ষেত্রে গ্রাহককে দিতে হবে অতিরিক্ত ৪০ টাকা। এর সঙ্গে আরও জিএসটি দিতে হবে।

২৫ পাতার চেকের জন্য স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যবহারকারীদের দিতে হবে অতিরিক্ত ৭৫ টাকা। সঙ্গে অবশ্যই জিএসটি দিতে হবে। তবে ১০ পাতার চেক বই হঠাত করে প্রয়োজন হলে সেক্ষেত্রে আবেদন করার সুবিধা পাবেন। তবে অতিরিক্ত ৫০ টাকা এর জন্যে খরচ করতে হবে।

তবে এই বাড়তি খরচ করতে হবে না প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে। তাঁদের এই বিষয়টির বাইরে রাখা হয়েছে।

More SBI News  

Read more about:
English summary
SBI ATM, Chequebook Charges Change from July: 4 Free Cash Withdrawals, New Rules