ধর্মীয় স্বাধীনতা থেকে সহিষ্ণুতার ক্ষেত্রে বর্তমান ভারত কোনপথে! সমীক্ষা জানান দিল একাধিক তথ্য

মার্কিন যুক্তরাষ্ট্রের পও রিসার্চ সেন্টার একটি সমাজসেবা মূলক সংগঠন। এই সংগঠন কয়েকদিন আগেই একটি সমীক্ষা সংগঠিত করেছে। সেই সমীক্ষায় ভারতের ধর্মীয় আবেগ, স্বাধীনতা ও সহিষ্ণুতা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছে। প্রসঙ্গত ৩ লাখের বেশি ভারতীয়কে নিয়ে এই সমীক্ষা চলেছে।

ধর্মীয় স্বাধীনতা নিয়ে কী ভাবছেন ভারতীয়রা?

পিও রিসার্চের সমীক্ষা বলছে, সমীক্ষায় ভারতীয়রা (সমীক্ষায় যতজন ছিলেন)সকলেই জানিয়েছেন যে, ধর্মীয় স্বাধীনতা তাঁরা উপভোগ করেন। এমন মতে বিশ্বাসী ৯১ শতাংশ হিন্দু, ৮৯ শতাংশ মুসলিম ও ক্রিস্টান। এঁরা সকলেই জানাচ্ছেন যে, ভারতে তাঁদের ধর্মীয় কর্মকাণ্ডে স্বাধীনতা রয়েছে। এমন মত রয়েছে ৮২ শতংশ শিখের, ৯২ শতাংশ বৌদ্ধের, ৮৫ শতাংশ জৈনের।

ধর্মীয় সহিষ্ণুতা ও সম্মানের প্রশ্নে..

সমীক্ষা বলছে, ধর্মীয় সহিষ্ণুতার ক্ষেত্রে ভারতীয়দের বশিরভাগেরই উত্তর ইতিবাচক। অন্যদিকে, অপরের ধর্মকে সম্মানের ক্ষেত্রেও তাঁরা এগিয়ে। তবে সমীক্ষায় দেখা গিয়েছে ধর্মীয় পরিচিতি প্রকাশের ক্ষেত্রে অনেকেই পিছিয়ে আসেন। আবার ভারতীয় পরিচিতির সঙ্গে নিজের ধর্মীয় পরিচিতি মিলিয়ে দিতে গিয়েও বহুজনের বিভিন্ন মতামত রয়েছে।

ধর্মীয় বিভিন্নতার প্রশ্নে সমীক্ষা কী বলছে?

পিও রিসার্চের সমীক্ষা বলছে যে, ধর্মীয় বিভিন্নতার ক্ষেত্রে খানিকটা ছাড়ো-ছাড়োভাব রয়েছে ভারতীয়দের মধ্যে। এক্ষেত্রে ভিন ধর্মের বন্ধুত্ব বা ভিন ধর্মের সঙ্গে বিবাহের সম্পর্ক স্থাপনের ইস্যুটিতে তুলে ধরেছে সমীক্ষা। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৬৫ শতাংস হিন্দু, ৭৬ শতাংশ মুসলিম, ৫৮ শতাংশ শিখ ও ৫৯ শতাংশ জৈন মনে করেন যে নিজের ধর্মের বাইরে ভিন ধর্মে বিয়ে খানিকটা অস্বস্তিকর । সমীক্ষা বলছে প্রতি তিন জন ভারতীয়ের মধ্যে ২ জন ভারতীয় চাইছেন ভিন ধর্মের বিয়ে বন্ধ হোক।

হিন্দুত্বের প্রভাব ভারতের কোন অংশের এলাকায় সবচেয়ে বেশি ,কোথায় কম?

সমীক্ষা বলছে, হিন্দু মানেই তিনি ভারতীয় আর তিনি হিন্দি বলতে জানবেন, এমন ভাবনা দক্ষিণ ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম। হিন্দুত্ব ঘিরে জাতীয়তাবাদের আবেগের প্রশ্নে সমর্থন রয়েছে দক্ষিণ ভারতের ৪২ শতাংশের। মধ্য ভারতের ৮৩ শতাংশের, উত্তর ভারতের ৬৯ শতাংশের। দেখা গিয়েছে ভারতের দক্ষিণ ভাগেই একমাত্র ধর্মীয় ইস্যু এলাকাবাসীর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। দক্ষিণের ৬৯ শতাংশ অধিবাসীর কাছে ধর্মীয় ইস্যু গুরুত্ব পায়। যেখানে মধ্য ভারতের ৯২ শতাংশের কাছে তা সবচেয়ে বেশি গুরুত্বের।

More RELIGION News  

Read more about:
English summary
Pew Survey on India's religious freedom and tolerance issue