জরিমানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটকের হলফনামা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

নারদ মামলাতে নয়া মোড়! জরিমানা দিয়ে হলফানা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।

তবে এজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটককে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটিকে এই জরিমানার অংক জমা দিতে হবে বলে নির্দেশে জানিয়েছে বৃহত্তর বেঞ্চ।

একই সঙ্গে সিবিআইকেও এই বিষয়ে স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটকের দেওয়া হলফনামার পালটা হলফামা আদালতকে সিবিআই জমা দিতে পারবে।

আগাকী ১০ দিনের মধ্যে সেই হলফনামা জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ১০ দিন পর অর্থাৎ ১৫ জুলাই ফের এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল, ''আপনারা কেন হলফনামা জমা দেননি? তার কারণ কী? আপনারা তো প্রথম দিন থেকে ছিলেন।''

আদালতের প্রশ্নে পালটা অ্যাডভোকেট জেনারেল বলেন, আইন মোতাবেক হলফনামা জমা দেওয়ার জন্যে আমরা চার সপ্তাহ সময় পাব। আমরা ৭ই জুন হলফনামা পেশ করার আবেদন করেছিলাম। তাই আমাদের নির্ধারিত সময় পেরিয়ে যায়নি। সত্যিটা সামনে আনা দরকার। তার জন্য হলফনামা জমা নেওয়াও দরকার। রাজ্য হিসাবে এটা আমাদের দায়িত্ব আদালতকে জানানো।''

পালটা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ''১৭ মে থেকেই মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পরিকল্পিত ভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেননি মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী।'' মঙ্গলবার দীর্ঘক্ষণ এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

পাশাপাশি হলফনামা কেন জমা দেওয়া প্রয়োজন সে বিষয়টি আদালতের কাছে ব্যাখা করেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, চার হেভিওয়েটকে রাজ্য সাহায্য করছে বলে যে অভিযোগ সিবিআই করছে তারও বিরোধিতা আমরা করছি। সেই কারণেও আমাদের হলফনামা দেওয়া প্রয়োজন।

পাশাপাশি নিজের যুক্তির স্বপক্ষে বেশ কিছু নির্দেশনামা পেশ করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। নিরাপত্তার বিষয়টিও রাজ্যের এক্তিয়ারভুক্ত। তাই আমাদের হলফনামা জমা দেওয়া প্রয়োজন। মঙ্গলবার হওয়া শুনানিতে মন্তব্য করেন অ্যাডভোকেট জেনারেল।

দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত স্পেশাল বেঞ্চ বুধবার এই সংক্রান্ত মামলার নির্দেশ জানাবে বলে জানায়। সেই মতো এদিন সকালে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রীর হলফনামা আদালত গ্রহণ করবে বলে নির্দেশে জানায় আদালত। একই সঙ্গে করা হয়েছে জরিমানাও।

More NARADA STING OPERATION News  

Read more about:
English summary
narada sting case calcutta high court allows affidavits of mamata banerjee-moloy ghatak