বাংলার দৈনিক করোনা সংক্রমণ এবার ১৫০০-র নিচে, নামল পজিটিভিটি রেটও

চব্বিশ ঘন্টার নিরিখে রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা নামল ১৫০০-র নিচে। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১৫৯৫। গত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার খুব সামান্য বেড়েছ। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৪১ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭.৪৫ %। একইসঙ্গে পজিটিভিটি রেটও নেমেছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪৭৮। মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৯ হাজার ৭৮৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৭০৮। এদিন মৃত্যু হয়েছে ২৯ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩৫।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৯৯ হাজার ৭৮৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২০ হাজার ৫৮৫ জন। এদিন ৫৩১ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯৮০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৬১ হাজার ৪৯০ জন।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ১৮ হাজার ১৯২। ১২৩টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে। এদিন পরীক্ষা হয়েছে ৫৩৯৭৫ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২.৭৪ শতাংশ (মঙ্গলবার যা ছিল ৩ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৫৭, ৯৮০ জনের।

এখনও সংক্রমণ বেশি উত্তর ২৪ পরগনায় (ব্রাকেটে আগের দিনের পরিসংখ্যান)

আক্রান্তের হার উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু বেশিই। তারপরেই রয়েছে কলকাতা। কলকাতায় করোনা আক্রান্ত ৩,০৮, ০৯১। এদিন ১৩৫ (১৩১) জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩,১৬, ০৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৪(১৭৬) জন। দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৫০ (১৫৯) এবং ১৪৭ (১৬৭)। কলকাতার পার্শ্ববর্তী হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১০৩ (৬৩) ও ৯৫ (১২৮) জন।

দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত কলকাতার থেকে বেশি, ১৪ জেলা থেকে মৃত্যুর খবর নেইদার্জিলিং ও পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত কলকাতার থেকে বেশি, ১৪ জেলা থেকে মৃত্যুর খবর নেই

বিধানসভার অধ্যক্ষের অবস্থানকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা, একাধিক বিষয় নিয়ে কড়া চিঠি ধনখড়েরবিধানসভার অধ্যক্ষের অবস্থানকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা, একাধিক বিষয় নিয়ে কড়া চিঠি ধনখড়ের

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus daily infection decreases but under 1500 on 30 June in West Bengal