দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার হস্তক্ষেপ কেন্দ্রের, রাজ্যের কাছে রিপোর্ট তলব করল স্বাস্থ্যমন্ত্রক

অবশেষে দেবাঞ্জন কাণ্ডে হস্তক্ষেপ করল কেন্দ্র। কসবার ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত কয়েক দিন ধরেই এই নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। কয়েরদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। কসবায় ভুয়ো আইএএস অফিসার সেজে ভুয়ো করোনা িটকা ক্যাম্প করেন দেবাঞ্জন দেব। তাতে টিকা নিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তারপরেই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবকে। নিজেকে পুরসভার আধিকারিক পরিচয়ে ভুয়োশিবির চালিয়েছিল সে।

ভুয়ো টিকা

কসবায় ভুয়ো টিকা কাণ্ডে একের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। করোনা টিকার বদলে পাউডার গোলা জল ইনজেকশ হিেসবে দেওয়া হয়েছে। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে ড্রাগ কন্টোলারের কাছে পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন পুরসভার আধিকারিক পরিচয় অ্যান্টি ব্যাক্টেরিয়াল ইনজেকশন কিনেছিলেন। পুরসভার হলগ্রামও নকল করেছিল।

রিপোর্ট তলব কেন্দ্রের

অবশেষে কেন্দ্র হস্তক্ষেপ করল কসবা ভুয়ো টিকাকরণ কাণ্ডে। রাজ্যে সরকারের কাছে ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন।তাতে িতনি কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে কেন্দ্রীয় সংস্থাকে দিতে তদন্ত করার দাবিও জানিেয়ছিলেন।

সিবিআই তদন্তের দাবি

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তৎপর বিজেপি। ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার এমনই অভিযোগ করেছেন বিেজপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। এমনকী ভ্যাকসিন নিয়ে শ্বেত পত্র প্রকাশেরও দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বড় ধাক্কা রাজ্যের! উচ্চ প্রাথমিক নিয়োগের সমস্ত প্রক্রিয়াতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টবড় ধাক্কা রাজ্যের! উচ্চ প্রাথমিক নিয়োগের সমস্ত প্রক্রিয়াতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

More CORONA VACCINE News  

Read more about:
English summary
Union Health Ministry seeks a report from Bengal government on fake vaccination camp