Euro 2020: শেষ লগ্নের গোলে সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

হ্যাম্পডেন পার্কে অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে আর্টেম ডোভবিকের গোলে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল ইউক্রেন। কোয়ার্টার ফাইনালে শনিবার রোমে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। প্রথমার্ধে ইউক্রেন এগিয়ে যাওয়ার পর সমতা ফিরিয়েছিল সুইডেন। দ্বিতীয়ার্ধ এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনও গোল হয়নি। যদিও শেষের দিকে দশজনের সুইডেনের বিরুদ্ধে গোল করে ইতিহাস গড়ল ইউক্রেন।

Late drama!

🇺🇦 What a moment for Ukraine as Dovbyk wins it in extra time ⚽️#EURO2020 pic.twitter.com/J7tAv8Mbc9

— UEFA EURO 2020 (@EURO2020) June 29, 2021

স্পেনের সঙ্গে ড্র এবং স্লোভাকিয়া ও পোল্যান্ডকে হারিয়ে ই গ্রুপের শীর্ষে থেকে শেষ ১৬-তে ওঠে সুইডেন। গ্রুপ সি-তে তৃতীয় স্থানে থেকে রাউন্ড অব সিক্সটিনে ইউক্রেন জায়গা করে নেয় উত্তর ম্যাসিডোনিয়াকে ২-১ গোলে হারানোর সুবাদে। ম্যাচের প্রথম ২৫ মিনিট খুব একটা গতি ছিল না, যা বাড়ে ইউক্রেন এগিয়ে যেতেই। ২৭ মিনিটে ওলেকজান্ডার জিনচেঙ্কোর গোলে এগিয়ে যায় ইউক্রেন। ইয়ারমোলেঙ্কোর থেকে বল পেয়ে অরক্ষিত থেকে গোল করেন তিনি। গোলকিপার রবিন ওলসেনের হাতে লাগলেও শটের গতি এতটাই বেশি ছিল যে বল জালে জড়িয়ে যায়।

🇺🇦 Oleksandr Zinchenko celebrates his 7th goal for Ukraine ⚽️#EURO2020 pic.twitter.com/9TNYnSNElh

— UEFA EURO 2020 (@EURO2020) June 29, 2021

সুইডেন সমতা ফেরায় ৪৩ মিনিটে, এমিল ফর্সবার্গের গোলের সুবাদে। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে অবশ্য ইউক্রেনের চেয়ে ভালো খেলে সুইডেনই। ফর্সবার্গের শট দু-দুবার পোস্টে লেগে ফিরে আসে। ইউক্রেনের শটও পোস্টে প্রতিহত হয়।

🇸🇪 Emil Forsberg = 1st Swedish player to score 4 goals at a single EURO final tournament ⚽️⚽️⚽️⚽️#EURO2020 pic.twitter.com/9pB3GdjcHm

— UEFA EURO 2020 (@EURO2020) June 29, 2021

কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক লাগছিল ইউক্রেনকে। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের খেলায় দুই দলই বেশ কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করে। ৯৮ মিনিটে আর্টেম বেসেইডিনকে কড়া ট্যাকল করে প্রথমে হলুদ কার্ড দেখেন মার্কাস ড্যানিয়েলসন, এতে পরের ম্যাচ থেকে তিনি ছিটকে যান। এরপর ভার প্রযুক্তির সাহায্য নিয়ে ড্যানিয়েলসনকে লাল কার্ড দেখান রেফারি। চোটের কারণে বেসেইডিনকেও মাঠ ছাড়তে হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনও দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। অতিরিক্ত সময়ে দুই দলেরই বেশ কয়েকজন চোট পেয়ে মাঠ ছাড়েন।

In the last minute of extra time. Impressive! That's EUROCOPE.pic.twitter.com/7cvs7Qdrxi

— João🇵🇹🇲🇽 (@JollyStonetable) June 29, 2021

দশজনের সুইডেন ম্যাচ পেনাল্টি শুটআউটের দিকে নিয়ে যেতে রক্ষণাত্মক খেলায় জোর দিলে ইউক্রেনও চাপ বাড়াতে থাকে। অতিরিক্ত সময়ের শেষ লগ্নে জিনচেঙ্কোর ক্রস থেকে গোল করে ইউক্রেনকে শেষ আটে পৌঁছে দেন আর্টেম ডোভবিক।

More EURO CUP News  

Read more about:
English summary
Ukraine Beat Sweden By Artem Dovbyk's Goal In Extra Time. They Will Be Up Against England In Quarter Finals.