ইউরোপীয় দেশগুলির কাছে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড প্রাপকদের পর্যটন নিষেধাজ্ঞার বাইরে রাখার আবেদন ভারতের

১ জুলাই থেকে ইউরোপীয় দেশগুলিতে পর্যটন বিষয়ট নিষেধাজ্ঞা নিয়ে একাধিক পদক্ষেপ গৃহিত হতে চলেছে। এদিকে, সেখানের নিয়ম অনুযায়ী ভারত থেকে যাঁরা ইউরোপীয় দেশগুলিতে যাবেন, তাঁরা কেবল ফাইজার, মর্ডানা,অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ভ্যাকসিন, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিয়ে সেখানে যেতে পারবেন। এর বাইরের কোনও ভ্যাকসিন সেখানে পর্যটনের ক্ষত্রে প্রযোজ্য নয়। সেই প্রেক্ষিতেই এবার ভারতের তরফে আবেদন করা হল।

ভারত এদিন ভ্যাকসিনেশনের মর্মে একটি আবেদন জানায় ইউরোপীয় ইউনিয়নকে। ভারতের আবেদন, যে সমস্ত ভারতীয়রা কোভিশিল্ড ও কোভ্যাক্সিন পেয়েছেন তাঁদেরও ইউরোপের ভ্যাকসিন পাসপোর্ট দেওয়া হোক। ভারতের বক্তব্য , ইউরোপীয় দেশগুলি সই সমস্ত ভ্যাকসিনকে গ্রহণ করতেই পারে যে ভ্যাকসিনকে একটি দেশের জাতীয় স্তরে মান্যতা দেওয়া হয়েছে। আর সেই মর্মেই ইউরোপের দেশগুলির কাছে এই বার্তা দিয়েছে কেন্দ্র।

ভারত জানিয়েছে যে, ইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেটকে মান্যতা দেওয়ার ক্ষেত্রেও ভারত ইউরোপকে একই পদ্ধতিতে সাহায্য করবে, যে পদ্ধতিতে ইউরোপ এই ভ্যাকসিন দুটি প্রাপকদের উপর থেকে ট্র্যাভেল ব্যান তুলে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। ভারত জানিয়েছে , এদেশ থেকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নিয়ে উউরোপে পৌঁছানো যাত্রীদের যদি ইউরোপ ছাড় দেয়,তাহলে ইউরোপ থেকে ডিজিটাল কোভিড সার্টিফিকেট নিয়ে আসা পর্যটকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ক্ষেত্রে ছাড় দিতে পারে ভারত।

জানা গিয়েছে, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে মঙ্গলবারই জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গে কথা বলেছেন। জি ২০ এর মাঝে তাঁদের এই আলোচনা উঠে আসে। এরপর ভারতের আবেদন যাওয়ার পর ইউরোপীয় দেশগুলি কোন পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে গোটা দেশ।

More INDIA News  

Read more about:
English summary
Exempt Covaxin, Covishield beneficiaries from travel ban, India Urges to EU Members