মৃত আত্মীয়ের সেভিংস অ্যাকাউন্ট থেকে অর্থ সংগ্রহ করবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে বহু ব্যাঙ্কই আপনাদের সামনে হাজির করে নমিনেশন-এর বিকল্প। বহু গ্রাহক এক্ষেত্রে সেই বিকল্পটি উপেক্ষা করেন। কিন্ত কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে ভবিষ্যতে অ্যাকাউন্টধারীর অকাল মৃত্যুতে ব্যাঙ্কে জমা টাকার কিছুই হয়তো হাতে পাবেন না পরিবারের সদস্যরা, এবং এর একটিমাত্র কারণ হল সঠিক নমিনেশনের অভাব! স্বভাবতই সেভিংস হোক বা ফিক্সড, অ্যাকাউন্ট খুললে বহু প্রবীণ নাগরিকদেরই ব্যাঙ্কের তরফে নমিনেশনের নাম জমা করার কথা মনে করিয়ে দেওয়া হয়।

নমিনেশন না থাকলে বাড়বে সমস্যা

ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনেশনের স্থান শুন্য থাকলে অধিকাংশ ক্ষেত্রে সমস্যায় পড়েন পরিবার-পরিজনরা। বহু ক্ষেত্রে সংসারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে পরিবারের শেষ সম্বল হয়ে দাঁড়ায় ব্যাঙ্কে জমা পুঁজি। নমিনেশনের অভাবে বহু সময়েই অর্থ তোলার ক্ষেত্রে বহুল অসুবিধার মধ্যে পড়েন নাগরিকরা। সেই সমস্যা থেকে বাঁচতে আগাম নমিনেশনের নাম নথিভুক্তির পরামর্শ দেন ব্যাঙ্ক আধিকারিকরা।

জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পদ্ধতি বেশ সহজ

জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের দু'জনের একজন মারা গেলে জীবিত ব্যক্তি সকল জমা অর্থ নিজের আওতায় নিতে পারবেন। এক্ষেত্রে মৃত ব্যক্তির ছবি, মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ও আবেদনপত্র সহ দ্বিতীয় অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত হতে হবে ব্যাঙ্কে। জীবিত ব্যক্তি চাইলে সেই অ্যাকাউন্ট সচল রাখতে পারেন অথবা সকল অর্থ তুলে নিয়ে অ্যাকাউন্ট বন্ধও করে দিতে পারেন।

নমিনেশন থাকলে জমা অর্থ পাওয়ার পদ্ধতি কিরূপ?

ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে অ্যাকাউন্টের স্বত্ব নমিনেশনের হাতে তুলে দেওয়ার নিয়ম রয়েছে ব্যাঙ্কে। সর্বপ্রথম নমিনেশনে নথিভুক্ত ব্যক্তির পরিচয় ও মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট যাচাই করে নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও যাচাইয়ের সময়ে কোনোরকম গলদ ধরা পড়লে বা মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে উইল করে গেলে সেক্ষেত্রে পদ্ধতি বেশ দীর্ঘ। নমিনেশনের হাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার আগে নমিনেশনের ব্যক্তিকে শনাক্ত করার জন্য দুইজনের সাক্ষ্য প্রমাণেরও প্রয়োজন হয়।

আইনি উত্তরাধিকার না থাকলে অর্থ চালান সুপ্ত অ্যাকাউন্টে

নমিনি না থাকলে বা অ্যাকাউন্ট জয়েন্ট না হলে অর্থ সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজন আইনি উইল। উইল না থাকলে উত্তরাধিকাররীকে জমা দিতে হয় উত্তরাধিকার শংসাপত্র বা সাক্সেশন সার্টিফিকেট। পাশাপাশি অ্যাকাউন্টধারীর অর্থের কোনো আইনি দাবিদার না থাকলে সেক্ষেত্রে ব্যাঙ্ক সেই অর্থ সুপ্ত অ্যাকাউন্টে চালান করে নিরাপদে গচ্ছিত রাখে। পরবর্তীতে সঠিক নথি দেখিয়ে যোগ্য উত্তরাধিকার সেই অর্থ তুলে নিতে পারেন।

More BANK News  

Read more about:
English summary
How to collect money from the bank account of the deceased family member?