অনুদান স্বরূপ ভারতে আসছে মডার্নার টিকা, প্রাথমিক ধাপে নিয়ন্ত্রিত ভাবে প্রয়োগের রাস্তায় কেন্দ্র

কোভিশিল্জ, কোভ্যাক্সিন, স্পুটনিক-ভি-র পর এবার দেশে করোনা মোকাবিলায় মাঠে নামছে মডার্না। চতুর্থ ভ্যাকসিন হিসাবে ইতিমধ্যেই এই মার্কিন সংস্থাকে জরুরি ভিত্তিতে টিকাকরণের ছাড়পত্র দিয়েছে দ্য ড্রাগ কন্ট্রোনাল জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। মুম্বই ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলার মাধ্যমে এই টিকা ভারতে আসবে বলে জানা যাচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে খুবই অল্প সংখ্যক মডার্না টিকা আসছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, প্রাথমিক ধাপে মডার্নার থেকে টিকা কিনছে না ভারত। বরং অনুদান স্বরূপ ভারতকে প্রথম পর্যায়ে কিছু টিকা দিচ্ছে এই মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা। এদিকে মডার্নার ভারত আগমণের কথা গতকালই নিশ্চিত করেন নীতি আয়োগ (স্বাস্থ্য) তথা দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডঃ ভি কে পাল। তিনি বলেন, “ আমি এটা জানাতে পেরে খুশি যে মডার্নার তরফে ভারতে টিকাকরণের যে আবেদন করা হয়েছিল তাতে সুবজ সংকেত দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতেই চলবে টিকাকরণ।”

এদিকে ভারতে টিকা উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে আর্থিক লোকসান এড়ানোর জন্য এর আগেই সরকারি সুরক্ষা চেয়েছে টিকা উৎপাদক সংস্থাগুলি। যা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। তবে সেই সুবিধা মডার্না-সিপলাকে দেওয়া হবে কিনা সেই বিষয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম মেনেই আর্থিক ও আইনি সুরক্ষা দেওয়া হতে পারে।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধ করছে কোভ্যাকসিন করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধ করছে কোভ্যাকসিন

এদিকে যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ টিকার তালিকায় রয়েছে মডার্নার নাম তাই ভারতে এই টিকার আর ট্রায়াল হবে না। সরাসরি চলবে টিককরণ প্রক্রিয়া। সেই ক্ষেত্রে টিকাকরণের পর বিরূপ প্রভাবের ক্ষেত্রে আইনী দায়বদ্ধতা ও সুরক্ষাকবচ কিরম হতে পারে বা আদৌও দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও আলোচনা চলছে বলেই জানা যাচ্ছে। তবে এই নতুন ভ্যাকসিন আপতত নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হবে বলেই সাফ জানাচ্ছে কেন্দ্র।

More CORONA VACCINE News  

Read more about:
English summary
Permission on an emergency basis, Modern vaccine is coming to India as a grant in the initial stage