১১ বছর বয়সে মা
ব্রিটেনের মতো প্রথম সারির দেশে ১১ বছর বয়েসে সন্তানের জন্ম দিয়েছেন বালিকা। এই নিয়ে হইচই শুরু বয়ে গিয়েছে গোটা দেশে। মাত্র ১০ বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বালিকা। কীভাবে এই ঘটনা ঘটল তাতে স্তম্ভিত বালিকার পরিবার। যদিও মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। বালিকার পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন তাঁরা রীতিমত মানসিক ধাক্কার মধ্যে রয়েছেন।
উদ্বেগে চিকিৎসকরা
কম বয়সে মা হওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। এখন মেয়েদের মধ্যে পিউবার্টি তাড়াতাড়ি এসে যায়। ৮ থেকে ১৪ বছর বয়সের মধ্যে পিউবার্টি এসে যাচ্ছে মেয়েদের। তারপরে এই ধরনের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। কারন এতে মা এবং শিশু উভয়েরই স্বাস্থ্য নিয়ে সংকট থেকে যায়। একাধিক ঘটনা ঘটতে পারে।
ব্রিটেনে নতুন নয়
কম বয়সে মা হওয়ার ঘটনা নতুন নয় ব্রিটেনে। ২০১৪ সালে ব্রিটেনের ১২ বছরের বালিকা সন্তানের জন্ম িদয়েছিল। সেসময় শিশুটির বাবার বয়স ছিল ১৩। ২০১৭ সালে ১১ বছরের এক বালিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু সে সন্তানের জন্ম দিয়েছে কিনা সেটা পরে জানা যায়নি। তার পরেই আবার ১১ বছরের বালিকার মা হওয়ার ঘটনা প্রকাশ্যে এল।
ব্রিটেনে এমন কাণ্ড
ব্রিেটনের মতো শিক্ষিত দেশে এমন ঘটনা ঘটতে শুরু করেছে। এতদিন ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে শৈশবের মেয়েদের মা হওয়ার ঘটনা প্রকাশ্যে আসত। তাই নিয়ে বাল্য বিবাহ , নারী শিক্ষার অভাব সহ একাধিক কারণকে দায়ী করা হত। কিন্তু ব্রিটেনের এই ঘটনা প্রকাশ্যে এনে দিয়েছে প্রথম বিশ্বের দেশগুলির কঠিন বাস্তবকে।